ad

এসিআর সংক্রান্ত অফিস আদেশ ও প্রসেস ম্যাপ।

Views

 


এসিআর সংক্রান্ত অফিস আদেশ ও প্রসেস ম্যাপ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৭.০০৮.২২-

তারিখ: ০১ জ্যৈষ্ঠ ১৪৩১ ১৫ মে ২০২৪

অফিস আদেশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং- ০৫.০০.০০০০.১০২.২২.০০১.১৬ (অংশ-১)-০৬; তারিখ: ০৭ জানুয়ারী, ২০২১ অনুযায়ী জারীকৃত পরিপত্রের আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের অনুবেদনকৃত গোপনীয় অনুবেদন (CR) ফরম সংরক্ষণ এবং বর্ণিত সেবাটি সহজিকরণে সংশ্লিষ্ট শাখায় জমা প্রদানের পর IPEMIS সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আপলোড ও পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্নরূপ আদেশ জারি করা হলো: ক) অনুবেদনাধীন কর্মকর্তাগণ ৩১শে জানুয়ারি এর মধ্যে বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন (CR) জমাদানের পর অনুবেদনকারী কর্মকর্তার নিকট অনুস্বাক্ষররের জন্য প্রেরণ করবেন; খ) ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনুবেদনকারী কর্মকর্তা গোপনীয় অনুবেদন (CR) এর বর্ণিত বিষয়ের উপর মন্তব্য/ মতামতসহ প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন; গ) ৩১ শে মার্চের মধ্যে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা মন্তব্য/মতামতসহ ডোসিয়ার সংরক্ষণকারী সেলে প্রেরণ নিশ্চিত করবেন এবং ঘ) প্রশাসন বিভাগ গোপনীয় অনুবেদন (CR) সমূহ IPEMIS সফটওয়্যারে নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি সম্পন্ন করে সংরক্ষণ নিশ্চিত করবেন।

০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশ জারী হলো।

স্বাক্ষরিত এস, এম, আনছারুজ্জামান পরিচালক (প্রশাসন) ফোন: ০২-৫৫০৭৪৮২৯ ই-মেইল: diradmindpe@gmail.com


সম্পুর্ণ ডাউনলোড লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.