ad

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের নির্দেশিকা।

Views

 


অনলাইনে মনোনয়নপত্র দাখিলের নির্দেশিকা।

অনলাইন এ মনোনয়ন ফরম পূরণ করার আগে নিম্নলিখিত প্রয়োজনীয় তথ্য/ডিভাইস গুলো হাতের নাগালে রাখুনঃ
১. জাতীয় পরিচয় পত্র নম্বর (এনআইডি নম্বর)
২. মোবাইল নম্বর
৩. ইমেইল এ্যাড্রেস
৪. টিআইএন নম্বর
৫. প্রস্তাবকারী ব্যক্তি, তার এনআইডি ও ঠিকানা (অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার ভোটার হতে হবে)
৬. সমর্থনকারী ব্যক্তি, তার এনআইডি এবং তার ঠিকানা (অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার ভোটার হতে হবে)
৭. ভোটার তালিকায় প্রার্থীর ভোটার ক্রমিক নম্বর
৮. ডকুমেন্ট স্ক্যানার
৯. ক্যামেরা সুবিধা সহ ল্যাপটপ/ডেক্সটপ/ট্যাব/ মোবাইল
১০. বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা
১১. পিতা-মাতার তথ্য, স্বামী/স্ত্রীর নাম, জন্মতারিখ, বয়স, জন্মস্থান
১২. তাৎক্ষণিক যোগাযোগের জন্য টেলিফোন/মোবাইল/email address
১৩. সন্তানদের তথ্য
১৪. শিক্ষাগত যোগ্যতা
১৫. ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)
১৬. প্রার্থীর উপর নির্ভরশীলদের আয়ের উৎস সমূহ, পরিসম্পদ ও দায় বিবরণী
১৭. প্রার্থীর দায় ও ঋণ সংক্রান্ত তথ্য
১৮. প্রার্থীর বাৎসরিক আয় ব্যয়ের বিবরণী
১৯. সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ৩০০x৩০০ পিক্সেলে স্ক্যান করা ছবি
২০. রাজনৈতিক দলের (প্রযোজ্য ক্ষেত্রে) প্রত্যয়ন
২১. আয়কর রিটার্ন এর কপি
২২. সম্পদ বিবরণী
২৩. সর্বশেষ আয়কর পরিশোধের রশিদ
২৪. নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃতব্য ব্যাংকের নাম, একাউন্ট নম্বর এবং ব্যাংকের শাখার নাম
২৫. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
২৬. ভোটার তালিকার সিডি কেনার রশিদ
সকল ডকুমেন্ট স্ক্যান করে ডিভাইস মেমোরি বা পেনড্রাইভে রেখে দিলে পরবর্তীতে কাজে সুবিধা হবে
• সকল ডকুমেন্ট PDF ফরমেটে হতে হবে




সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.