উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত MOPME এর প্রজ্ঞাপন। (০৫/১২/২০২৩)
উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত MOPME এর প্রজ্ঞাপন। (০৫/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
নম্বর: ৩৮.০০.০০০০.০০১.১২.০৪৭,১৭,৮২২ তারিখ: ২০ অগ্রহায়ণ ১৪৩০ ০৫ ডিসেম্বর ২০২৩
শর্তসমূহ:
(ক) উক্ত চলতি দায়িত্ব প্রদানকে বদলি বা পদোন্নতি বা নবনিয়োগ হিসেবে গণ্য করা যাবে না। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ
চলতি দায়িত্বের কারণে এরুপ কোন সুবিধা দাবি করতে পারবেন না:
(খ) নিয়োগবিধি অনুসারে শূন্যপদ পূরণ করা হলে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বপদে ফেরত যাবেন;
(গ) চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পদ/ফিডার পদ শূন্য ঘোষণা করা যাবে না;
(ঘ) চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ স্থায়ী পদধারীর মর্যাদা দাবি করতে পারবেন না;
(ঙ) চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদের সাথে "চলতি দায়িত্ব" শব্দদ্বয় যোগ করবেন।
০২। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ১০/১২/২০২৩ তারিখে দায়িত্বপ্রাপ্ত পদে যোগদান করবেন। তৎপূর্বে তারা পূর্ববর্তী পদের দায়িত্ব হস্তান্তর করবেন। কর্তৃপক্ষ পুনরায় আদেশ জারি না করলে এ দায়িত্বের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৬ (ছয়) মাস। বর্ণিত কর্মকর্তাগণ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
মোঃ আব্দুল মালেক
উপসচিব
ফোন: +৮৮০২২২৩৩৫১৮০১ ইমেইল:
sasad1@mopme.gov.bd
No comments
Your opinion here...