এলজিইডি কর্তৃক নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবন Receiving কমিটি গঠন সম্পর্কিত MOPME এর অফিস আদেশ।(০৪/১২/২০২৩)
এলজিইডি কর্তৃক নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবন Receiving কমিটি গঠন সম্পর্কিত MOPME এর অফিস আদেশ।(০৪/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
নম্বর: ৩৮.০১,০০০০,৭০০,১৬.০১০.২৩.৪৪৩
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও), চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলজিইডি কর্তৃক নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। নির্মিত বিদ্যালয় ভবন হস্তান্তরে বেশিরভাগ ক্ষেত্রে এলজিইডির সঙ্গে স্বাক্ষরিত এমওইউ'র নির্দেশনা অনুযায়ী (অনুচ্ছেদ ৮.৩, ৮.৪, ৮.৭) সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। বর্ণিতাবস্থায় এলজিইডি কর্তৃক নির্মিত বিদ্যালয় ভবন গ্রহণের ক্ষেত্রে নিমিত্ত নিম্নোক্ত কমিটি(receiving) গঠন করা হলো:
কমিটির কার্যপরিধি ক) ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী ভবন নির্মাণ করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া; খ) ডিজাইন এবং সিডিউল অনুযায়ী ভবন, কক্ষ, বারান্দা, রযাম্প, সিঁড়ি ইত্যাদির নির্মাণ সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাণ করে যাচাই করা;
যাচাই করাঃ
গ) ভবনের রংকরন এবং সার্বিকভাবে নির্মাণ কার্যক্রমের গুণগতমান যাচাই করা;
ঘ) এমওইউ'র ৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী Certificate of Completion প্রাপ্তি নিশ্চিত হওয়া;
ঙ) এমওইউ'র ৮.৭ অনুযায়ী Certificate about life span প্রাপ্তি নিশ্চিত করা;
চ) সিডিউল অনুযায়ী আসবাবপত্র সরবরাহ করা হয়েছে কিনা এবং আসবাবপত্রের গুণগতমান সঠিক রয়েছে কিনা তা নিশ্চিত
ছ) নির্মিত ভবনের নির্মাণ সাল, ভবনের ফাউন্ডেশন ইত্যাদি তথ্য ভবনে খোদাই করে লেখা রয়েছে কিনা তা যাচাই করা;
২. সারাদেশে এলজিইডি কর্তৃক নির্মিত বিদ্যালয় ভবন গ্রহণের ক্ষেত্রে উক্ত কমিটিকে উল্লিখিত বিষয়সমূহ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
সংযুক্তি: বর্ণনানুগ (এলজিইডি'র এমওইউ)
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...