অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদৈর অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য সংগৃহীত অর্থ ব্যাংক হিসাবে জমা রাখা সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৫/১২/২০২৩)
Views
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদৈর অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য সংগৃহীত অর্থ ব্যাংক হিসাবে জমা রাখা সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৫/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-২).৩৬০৯
তারিখ: ০৫/১২/২০২৩ খ্রি.
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসর ও কল্যাণ ট্রাস্টের সংগৃহীত অর্থ ব্যাংক হিসাবে জমা রাখা সংক্রান্ত।
সূত্র: ১। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭২.০৬.০২১.১৬ (অংশ-১).৩২৬; তারিখ: ০৮ ডিসেম্বর ২০২২
২। মাউশি'র স্মারক নং -৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-১).৩২০১; তারিখ: ১৯/১২/২০২২ খ্রি.
৩। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭২.০৬.০২১.১৬ (অংশ-১).২২০; তারিখ: ২৩ অক্টোবর ২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত (১) ও (৩) নং স্মারকে বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা'র উপানুচ্ছেদ ১০.৬ এ অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীগণের অবসর ও কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য ভর্তিকালীন সময়ে শিক্ষার্থী প্রতি ১০০/- টাকা গ্রহণ করে সংশ্লিষ্ট হিসাব খাতে জমা দিতে হবে। ৭০/- টাকা অবসর এবং ৩০/- টাকা কল্যাণ তহবিলের সংশ্লিষ্ট হিসাব খাতে জমা প্রদান করতে হবে মর্মে উল্লেখ রয়েছে। তৎপ্রেক্ষিতে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিকালীন সূত্রোক্ত (২) স্মারক পত্রে ১০০/- টাকা গ্রহণ করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠানের তহবিলে/ব্যাংক হিসাবে জমা রাখার নির্দেশনা প্রদান করা হয়েছিল। ২০২৪ শিক্ষাবর্ষেও
শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুসরণপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমতাবস্থায়, শিক্ষার্থী ভর্তি নীতিমালা'র উপানুচ্ছেদ ১০.৬ এ উল্লিখিত নির্দেশনা মোতাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীগণের অবসর ও কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য নতুন ভর্তিকৃত শিক্ষার্থী প্রতি ১০০/- (একশত) টাকা হারে সংগৃহীত অর্থ প্রতিষ্ঠান প্রধানগণ একটি নতুন ব্যাংক হিসাব খুলে তাতে জমা রাখবেন এবং জমাকৃত অর্থের রশিদসহ রেজিস্ট্রারে সংরক্ষণ করবেন।
বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
স্বাক্ষরিত
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
৪১০৫০১১৮
No comments
Your opinion here...