উপবৃত্তি সংক্রান্ত অতীব জরুরী বিষয়। (২৪/১২/২০২৩)
Views
উপবৃত্তি সংক্রান্ত অতীব জরুরী বিষয়। (২৪/১২/২০২৩)
#উপবৃত্তি আপডেট
২৪ ডিসেম্বর -৩০ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত যেসকল অপশন চালু থাকবে
#স্ব বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ
#শ্রেণী হালনাগাদ পেন্ডিং থাকলে ডাটা হালনাগাদ
#হালনাগাদ প্রযোজ্য নয় এমন ডাটা(হালনাগাদ পেন্ডিং প্রদর্শনকৃত) নিস্ক্রিয়করণ
#চাহিদা প্রস্তুত,সংরক্ষণ,সংশোধন,যাচাই-বাছাই ও অনুমোদন অপশন উন্মুক্ত থাকবে ৩১ ডিসেম্বর,২০২৩ থেকে ২ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
সূত্র : জনাব মো: জিয়াউল কবীর সুমন, শিক্ষা অফিসার, উপবৃত্তি বিভাগ,ডিপিই।
উপবৃত্তি সংক্রান্ত অতীব জরুরী বিষয়
গত ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি-জুন/২০২৩ সময়ের শতভাগ বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে ট্রান্সফার গ্রহণ (স্ব-বিদ্যালয়), হালনাগাদ অপশনের পেন্ডিং ডাটা হালনাগাদকরণ, হালনাগাদ প্রযোজ্য নয় এমন ডাটা নিষ্ক্রিয়করণসহ অনিষ্পন্ন কার্যাদি সম্পন্নের নিমিত্ত ২০/১২/২০২৩খ্রি. হতে ২২/১২/২০২৩খ্রি. পর্যন্ত এবং পরবর্তীতে আরো সময় বৃদ্ধি করে ২৪/১২/২০২৩খ্রি. পর্যন্ত PESP MIS Software এর সংশ্লিষ্ট অপশনসমূহ উন্মুক্ত রাখা হয়। তারপরেও উল্লেখযোগ্য সংখ্যক ইউজার কর্তৃক বর্ণিত কার্যাদি সম্পন্ন না হওয়ায় কর্তৃপক্ষের বিবেচনায় সংশ্লিষ্ট কার্যক্রম শতভাগ সম্পন্নের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক সংশ্লিষ্ট অপশনসমূহ উন্মুক্ত রাখা হবে:
ট্রান্সফার গ্রহণ (স্ব বিদ্যালয়) অপশন (ভুলক্রমে ট্রান্সফারকৃত শিক্ষার্থীদের গ্রহণের জন্য)
২৪/১২/২০২৩খ্রি. থেকে ৩০/১২/২০২৩খ্রি.হালনাগাদ পেন্ডিং ডাটা হালনাগাদকরণ
২৪/১২/২০২৩খ্রি. থেকে ৩০/১২/২০২৩খ্রি.
হালনাগাদ প্রযোজ্য নয় এমন ডাটা (হালনাগাদ পেন্ডিং প্রদর্শনকৃত) নিষ্ক্রিয়করণ
২৪/১২/২০২৩খ্রি. থেকে ৩০/১২/২০২৩খ্রি.
চাহিদা প্রস্তুত, সংরক্ষণ, সংশোধন, যাচাই-বাছাই ও অনুমোদন অপশন
৩১/১২/২০২৩খ্রি. এবং ০২/০১/২০২৪খ্রি.
এখনো প্রায় ৫ লক্ষাধিক শিক্ষার্থীর ডাটা হালনাগাদ অপশনে পেন্ডিং রয়েছে।
শ্রেণি হালনাগাদ রিপোর্ট অপশন থেকে সারসংক্ষেপ রিপোর্ট এবং বিস্তারিত রিপোর্ট ডাউনলোড করে সংশ্লিষ্ট সকল ইউজার যাচাই করবেন এবং পেন্ডিং কার্যাদি সম্পন্ন করবেন।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২৪/১২/২০২৩খ্রি.
উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...