আগামী ১ জানুয়ারি ২০২৪ প্রাথমিকের বই বিতরণ উৎসব সংক্রান্ত।
আগামী ১ জানুয়ারি ২০২৪ প্রাথমিকের বই বিতরণ উৎসব সংক্রান্ত।
আগামী ১ জানুয়ারি ২০২৪ প্রাথমিকের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে ন্যাশনাল ( সকাল বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অনুষ্ঠানসূচি সকাল ১০:০০ : অতিথিবৃন্দের আসন গ্রহণ সকাল ১০:০৫: পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ সকাল ১০:১৫ : অতিরিক্ত মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বাগত বক্তব্য। সকাল ১০:২০ : সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য। সকাল ১০:৩০ : সভাপতির বক্তব্য। সকাল ১০:৪০: মাননীয় প্রধান অতিথির বক্তব্য। সকাল ১১:০০ : মাননীয় প্রধান অতিথি কর্তৃক 'বই বিতরণ উৎসব ২০২৪' এর শুভ উদ্বোধন। স্থান: ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, মিরপুর-২, ঢাকা।
সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে প্রতি বৎসরের ন্যায় এবছরও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর মাঝে নতুন বৎসরের পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষে আগামী ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, মিরপুর-২, ঢাকা এ 'বই বিতরণ উৎসব ২০২৪' অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ফরিদ আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব শাহ রেজওয়ান হায়াত, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা। উক্ত অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য আপনার/আপনাদের সানুগ্রহ উপস্থিতি কামনা করছি। মোঃ মাহাবুবুর রহমান অতিরিক্ত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর-২, ঢাকা-১২১৬
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...