০১ জানুয়ারি, ২০২৪ তারিখ পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে 'বই উৎসব' উদযাপন সংক্রান্ত SHED এর নির্দেশনা। (২৫/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
সরকারি মাধ্যমিক-২ শাখা
www.shed.gov.bd
নম্বর-৩৭,০০,০০০০.০৯১,২৩,৬৯৫.১৮(অংশ-১)-৫৮৭
তারিখ: ১০ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: ০১ জানুয়ারি, ২০২৪ তারিখ পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে 'বই উৎসব' উদযাপন।
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারক নং-১৭,০০,০০০০.০৩৪.৩৬.০১৮.২৩(অংশ-১)-৮৩৮, তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অন্যান্য বছরের ন্যায় ০১ লা জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সমগ্রদেশে নতুন পাঠ্যপুস্তক বিতরণ সংক্রান্ত 'বই উৎসব' সরকারের রুটিন কাজ হিসেবে আয়োজনে মাননীয় নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন (পত্র সংযুক্ত)।
০৩। এমতাবস্থায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের সূত্রোক্ত স্মারকে বর্ণিত পত্রের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে 'বই উৎসব' উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(সাইয়েদ এ. জেড, মোরশেদ আলী)
উপসচিব
ফোন: ২২৩৩৫৬৭৮০
ইমেইল: govt.sec2@moedu.gov.bd
SHED সংক্রান্ত সকল আপডেট লিঙ্কঃ
No comments
Your opinion here...