শ্রমিকগণের জন্য মাসিক নিম্নতম মজুরী হার নির্ধারণ সংক্রান্ত গেজেট। (১৮/১২/২০২৩)
শ্রমিকগণের
জন্য মাসিক নিম্নতম মজুরী হার নির্ধারণ সংক্রান্ত গেজেট। (১৮/১২/২০২৩)
রেজিস্টার্ড নং ডি এ-১
বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরী বোর্ড শাখা
প্রজ্ঞাপন
তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৩
নং ৪০,০০,০০০০,০১৬.৩২.০২১.১৩.৩০ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর ধারা ১৪০ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের ধারা ১৩৯ এর অধীন 'গার্মেন্টস' শিল্প সেক্টর, অত:পর উক্ত শিল্প সেক্টর বলিয়া উল্লিখিত, এর শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক সুপারিশকৃত নিম্নের তফসিলদ্বয়ে এ বর্ণিত নিম্নতম মজুরীর হারকে, নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে, যথাক্রমে উক্ত শিল্প সেক্টরের শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরী হার হিসাবে এতদ্বারা ঘোষণা করিল, যথা:-
সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড লিঙ্ক
No comments
Your opinion here...