ad

২০২২-২৩ অর্থবছরে বিতরণকৃত ৫০০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪ টি প্রতিষ্ঠানের “স্কুল-কলেজ-মাদ্রসা ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG)” এর Returned অর্থ পুনরায় বিতরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১০/১০/২০২৩)

Views

 


২০২২-২৩ অর্থবছরে বিতরণকৃত ৫০০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪ টি প্রতিষ্ঠানের “স্কুল-কলেজ-মাদ্রসা ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG)” এর Returned অর্থ পুনরায় বিতরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১০/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পারফরমেন্স বেজড প্ল্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 E-mail: pbgsedp2021@gmail.com

স্মারক নং- পিবিজিএসআই/এসইডিপি/এসএমএ জি/৪৪/২০২৩/৩১২

তারিখ: ০৯/১০/২০২৩

বিষয়: ২০২২-২৩ অর্থবছরে বিতরণকৃত ৫০০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪ টি প্রতিষ্ঠানের “স্কুল/কলেজ/মাদ্রসা ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG) f Returned অর্থ পুনরায় বিতরণ সংক্রান্ত।

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)" স্কিম কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে ৫০০০ প্রতিষ্ঠানে “স্কুল/কলেজ/মাদ্রাসা জবাবদিহি অনুদান (SMAG / MMAG/GBAG) হিসেবে ৫ (পাঁচ) লক্ষ টাকা করে অর্থ বিতরণ করা হয়েছে।

প্রেরিত ৫০০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪ টি প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট শিরোনাম এবং নম্বর ত্রুটিপূর্ণ থাকায় অনুদানের অর্থ Returned হয়েছে। ১৮৪ টি প্রতিষ্ঠানের তথ্য সংশোধনপূর্বক ০৯/10/2013 খ্রি. তারিখে উক্ত অনুদানের Returned অর্থ পুনরায় প্রতিষ্ঠানের প্রদত্ত ব্যাংক একাউন্টে প্রেরণ করা হলো। উল্লিখিত ১৮৪ টি প্রতিষ্ঠানের অনুদানের অর্থ খাতভিত্তিক ব্যয় বিভাজন অনুসারে ব্যয়পূর্বক বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর কর্তন করে ৫ (পাঁচ) লক্ষ টাকার সম্পূর্ণ বিল ভাউচারের অনুলিপি আগামী ৩০/১০/২০২৩ খ্রি. তারিখের মধ্যে স্কিম কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি; ১৮৪ টি প্রতিষ্ঠানের তালিকা।

স্বাক্ষরিত

(প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ) 

স্কিম পরিচালক







পিডিএফ ডাউনলোড

DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.