একীভূত শিক্ষার আওতায় প্রশিক্ষকগণের প্রশিক্ষণ (TOT) আয়োজন প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৫/০৯/২০২৩)
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচি (পিইডিপি) এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পিটিআই সমূহে একীভূত শিক্ষার আওতায় Special Education Needs and Disabilities (SEND) বিষয়ে একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" শীর্ষক প্রশিক্ষকগণের প্রশিক্ষণ (TOT) আয়োজন প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৫/০৯/২০২৩)
একীভূত শিক্ষার আওতায় প্রশিক্ষকগণের প্রশিক্ষণ (TOT) আয়োজন প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৫/০৯/২০২৩) অক্টোবর মাসে শুরু হচ্ছে একীভূত শিক্ষার TOT প্রশিক্ষণ।
যোগ্যতা : সমাজ বিজ্ঞান/শিক্ষা বিজ্ঞান/মনোবিজ্ঞানে ব্যাচেলর/অনার্স/মাস্টার্স করা কর্মকর্তা/শিক্ষকগণ সুযোগ পাবেন। চাকরি হতে হবে নূন্যতম ৭ বছর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নংঃ ৩৮.০১.০০০০,৪০১ ২৫.১৫৬ ২১- ১৮১
তারিখঃ ১০ আশ্বিন ১৪৩০
২৫ সেপ্টেম্বর ২০২৩
বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচি (পিইডিপি) এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পিটিআই সমূহে একীভূত শিক্ষার আওতায় Special Education Needs and Disabilities (SEND) বিষয়ে একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন" শীর্ষক প্রশিক্ষকগণের প্রশিক্ষণ (TOT) আয়োজন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচি (পিইডিপি৪) এর সাব-কম্পোনেন্ট Special Education Needs and Disabilities (SEND) – এর আওতায় "একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২৩-২৪ অর্থ বছরে পিটিআই সমূহে ০৭ (সাত) দিন মেয়াদি "একীভূতকরণ: শিখন-শেখানো এবং মূল্যায়ন" বিষয়ে প্রশিক্ষকগণের প্রশিক্ষণ (TOT) আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এ লক্ষ্যে ইতোমধ্যে বর্ণিত প্রশিক্ষণের বায় নির্বাহকল্পে 2023-14 অর্থ বছরের আনুমোদিত এওপি নং ১৪৯ হতে (অনুমোদিত RWP ইউনিসেফ প্যারালাল ফান্ড) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.৪০১.২৫.১৫৬.২১- ১৭৯ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ মোতাবেক প্রয়োজনীয় অর্থ পিটিআই সুপারিনটেনডেন্টগণ- এর অনুকূলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নম্বরে ছাড় করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ হতে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসারে বর্ণিত প্রশিক্ষণ আয়োজন করতে হবে:
ক) অর্থ ব্যয়ের নির্ধারিত শর্তসমূহ অনুসরণপূর্বক এতদসংগে সংযুক্ত বাজেট বিভাজন অনুসরণ করে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে হবে। পিটিআই সমুহের সুপারিনটেনডেন্টগণ প্রশিক্ষণের জন্য আয়ন-বায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি যে কোন আর্থিক অনিয়মের জন্য ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।
খ) বর্ণিত প্রশিক্ষণটি আগামী অক্টোবর, ২০২৩ এর মধ্যে সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ শুরুর পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট শাখায় অবহিত করতে হবে (ই-মেইল- dpeaiec@gmail.com ০২৫৫০৭৪৯২১, মোবাইল নম্বর- ০১৭১৮৩১৯৯৪১, ০১৫৫২৩২২৯০৭) অনিবার্য কারণে সময়সূচি পরিবর্তন করতে হলে পরিচালক (পলিসি এন্ড অপারেশন) এর পূর্বানুমতি গ্রহণপূর্বক তারিখ পুন:নির্ধারন করতে হবে।
গ) “একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণে (TOT) প্রত্যেক উপজেলা হতে ২ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ২ জন প্রধান শিক্ষক/সহকারী শিক্ষককে মনোনয়ন প্রদান করতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন এবং নির্দিষ্ট সংখ্যক সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা না পাওয়া গেলে প্রধান শিক্ষক/সহকারী শিক্ষককে মনোনয়ন প্রদান করা যাবে।
ঘ) প্রশিক্ষণে (ToT) প্রশিক্ষণার্থী হিসেবে মনোনীত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকগনের নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে:
১. সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকুরীতে নূন্যতম পক্ষে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে; ২. প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকগণের ক্ষেত্রে শিক্ষক হিসেবে নূন্যতম পক্ষে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
৩. সমাজ বিজ্ঞান/শিক্ষা বিজ্ঞান/মনোবিজ্ঞান বিষয়ে ব্যাচেলর/অনার্স/ মাস্টাস ডিগ্রীধারী কর্মকর্তা/শিক্ষকগণকে অগ্রাধিকার প্রদান করতে হবে;
8. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে আন্তরিক এবং পাঠদানে দক্ষ শিক্ষককে অগ্রাধিকার প্রদান করতে হবে;
৫. প্রশিক্ষণে আগ্রহী ও প্রশিক্ষক হিসেবে দক্ষতা সম্পন্ন শিক্ষককে অগ্রাধিকার প্রদান করতে হবে;
৬. প্রশিক্ষণ গ্রহণের পর সংশ্লিষ্ট ইউআরসি/টিআরসি তে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে এবং
৭. সম্ভব হলে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন মহিলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষককে অগ্রাধিকার প্রদান করতে হবে;
ঙ) সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারের সঙ্গে সমন্বয়পূর্বক নির্ধারিত যোগ্যতা অনুসারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকগনের নাম, পদবী ও অন্যান্য তথ্যাদি উল্লেখপূর্বক “একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন” বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য ব্যাচ ভিত্তিক মনোনয়ন প্রদান করবেন। পিটিআই সুপারিনটেনডেন্ট প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণের তথ্য প্রতি ব্যাচের প্রশিক্ষণ চলাকালীন উপজেলা/থানা শিক্ষা অফিসারের সঙ্গে সমন্বয়পূর্বক PEMIS এ এন্ট্রি করবেন। তথ্য এন্ট্রি জনিত কোন সমস্যা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগের সাথে ই-মেইল (helpimddpe@gmail.com) যোগাযোগ করা যেতে পারে।
চ) প্রশিক্ষণার্থীদের সকাল ৮:৩০ ঘটিকায় প্রশিক্ষণ ভেন্যুতে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং প্রতিদিন সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৪:00 টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
ছ) পিটিআই সুপারিনটেনডেন্টগণ “একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণে (TOT) প্রশিক্ষক হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের আওতাধীন একীভূত শিক্ষা সেল হতে প্রশিক্ষণ প্রাপ্ত সংশ্লিষ্ট জেলার মাস্টার ট্রেইনারগণ দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করবেন (তালিকা সংযুক্ত)। মাস্টার ট্রেইনার হিসেবে সংশ্লিষ্ট জেলার প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা
No comments
Your opinion here...