সকল সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন দাখিল করা সংক্রান্ত কর কমিশনারের কার্যালয় বরিশালের নির্দেশনা। (১০/১০/২০২৩)
সরকারি চাকরিজীবীর ২০ তম grade থেকে শুরু করে সকলের জন্যই আয়ককর রিটার্ন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
সকল সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন দাখিল করা সংক্রান্ত কর কমিশনারের কার্যালয় বরিশালের নির্দেশনা। (১০/১০/২০২৩)
সকল সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
কর অঞ্চল-বরিশাল
কর ভবন, ক্লাব রোড, বরিশাল
www.tax.barisal.gov.bd
নথি নং- কঅবরি/৮-এম-১(প্রশাসন) / ২০২৩-২০২৪/৩৪৯
তারিখঃ ২৫ আশ্বিন, ১৪৩০ ব
১০ অক্টোবর, ২০২৩ খ্রি.
বিষয়ঃ “আয়কর আইন-২০২৩ অনুযায়ী গণকর্মচারীর আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রসঙ্গে ।
উপর্যুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
জাতীয় রাজস্ব আহরণে সার্বিক সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনি অবগত আছেন যে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাংলায় প্রণীত "আয়কর আইন- ২০২৩ ১লা জুলাই ২০২৩ হতে কার্যকর হয়েছে। ইতোপূর্বে গণকর্মচারীদের নির্দিষ্টকৃত মূল বেতনের ভিত্তিতে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম থাকলেও বর্তমান আয়কর আইন-২০২৩ এ গণকর্মচারীর বেতন গ্রেড নির্বিশেষে সকলের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
* আয়কর আইনের ১৬৬(গ) ধারা অনুযায়ী কোন ব্যক্তি গণকর্মচারী হলে তিনি রিটার্ন দাখিল করবেন।
* আয়কর আইনের ২৬৪ (৩) ২৭ ধারা অনুযায়ী গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।
* আয়কর আইনের ১৬৭ (১) ধারা অনুযায়ী সকল গণকর্মচারী আবশ্যিকভাবে পরিসম্পন ও দায়ের বিবরণী দাখিল করবেন। অর্থাৎ গণকর্মচারী মাত্রই তাঁকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
এ প্রেক্ষিতে আপনার কার্যালয়ে কর্মরত সকল গণকর্মচারীকে ৩০ নভেম্বর ২০২৩ এর মধ্যে (নতুন ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৩০ জুন ২০২৪) এর মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বিষয়টি অবগত করানোর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
গণকর্মচারী হিসেবে সরকারের প্রণীত আইন পরিপালন এবং দেশের অভ্যন্তরীণ উৎস হতে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আপনার ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।
স্বাক্ষরিত
(মো. সারোয়ার হোসেন চৌধুরী)
কর কমিশনার (চ:দা:)
কর-বরিশাল।
NBR এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...