শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১১/১০/২০২৩)
শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১১/১০/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং-৩৭.০২.0000.১০১.২৩,০০৩, ২১-১৬৯৯৪/১১
তারিখ: ০৯ অক্টোবর ২০২৩ খ্রি.
.
বিষয়: 'শেখ রাসেল দিবস ২০২৩' উদ্যাপন
সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-এর স্মারক নং-৩৭.০০.০০০০,০৬৫,২৩,০০১, ২২, ২৮০, তারিখ: ০২/১০/২০২৩ খ্রি
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস ২০১৩' যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিম্নবর্ণিত কর্মসূচি পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কর্মসূচি
১. সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয়/প্রাঙ্গণে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। উল্লেখ্য যে, শেখ রাসেল এর ম্যুরাল / প্রতিকৃতি সর্বনিম্ন আকার হতে হবে দৈর্ঘ্য ০৪ ফুট x প্রস্থ ০৩ ফুট।সমানুপাতিক হারে বড় আকারে প্রতিকৃতি স্থাপন করা যাবে।
২. সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠান 'শেখ রাসেল দিবস ২০২৩' উপলক্ষে শেখ রাসেল দিবস উদ্যাপন নীতিমালা- ২০২২ অনুযায়ী আলোচনা সভা আয়োজন করবে।
৩. জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিল/প্রার্থনার আয়োজন করবে।
৪. 'শেখ রাসেল দিবস ২০২৩' উপলক্ষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান 'শেখ রাসেল দেয়ালিকা'য় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করবে। দেয়ালিকাটির প্রতিপাদ্য হবে 'শেখ রাসেল দিবস ২০১৩'। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শেখ রাসেল দেয়ালিকার ছবি তুলে 18octoberdshe@gmail.com -এর মাধ্যমে প্রেরণ করবে।
৫. শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গাছের চারা রোপন করবে।
৬. শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন কর্মসূচী স্ব-স্ব ব্যবস্থাপনায় আনন্দমূখর পরিবেশে আয়োজন করবে (যেমন: আনন্দ র্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা/চিত্রাঙ্কন প্রতিযোগিতা/রচনা প্রতিযোগিতা/কুইজ প্রতিযোগিতা ইত্যাদি)।
স্বাক্ষরিত
(রূপক রায়)
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
ফোন: ০২-২২৩৩৫০০৬৮
ad-admin@dshe.gov.bd
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...