বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ ও এমপিও সংশ্লিষ্ট আবেদন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। ( ১০/১০/২০২৩)
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ ও এমপিও সংশ্লিষ্ট আবেদন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। ( ১০/১০/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং- ওএম/৭৪/ম/১৪-৩১২৩
তারিখ : ৯/১০/২০২৩ খ্রি
বিষয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ ও এমপিও সংশ্লিষ্ট আবেদন সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ হতে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান তাঁদের নিয়োগ পত্র গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে নানা রকম হয়রানি, বাঁধা প্রদান ও ক্ষেত্র বিশেষ নানান অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে, যা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এর ১৮.১(ঘ) ধারার সুষ্পষ্ট লঙ্ঘন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এরূপ সুষ্পষ্ট অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রযোজ্য বিধি বিধানের আলোকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে উপজেলা পর্যায় হতে অনলাইনে এমপিও সংশ্লিষ্ট আবেদন অগ্রায়ণের ক্ষেত্রেও কোন ধরণের হয়রানির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রযোজ্য বিধি বিধানের আলোকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
addshesecondary2@gmail.com
No comments
Your opinion here...