বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের অনুশাসন : ৫০ লক্ষ বৃক্ষরোপণ সম্পর্কীয় বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা। (১৯/০৬/২০২৩)
বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের অনুশাসন : ৫০ লক্ষ বৃক্ষরোপণ সম্পর্কীয় বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা। (১৯/০৬/২০২৩)
বাংলাদেশ স্কাউটস এর প্রত্যেক সদস্যকে নূন্যতম ২ টি গাছ লাগিয়ে এবছর ৫০ লক্ষ্য বৃক্ষরোপন সংক্রান্ত।
#আসুন সবাই নূন্যতম ২ টি করে গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।
বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর
৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০
তারিখ: ১৯ জুন ২০২৩
০৫ আষাঢ় ১৪৩०
পত্র নং-বাঃ ক্ষাঃ (স: উ: ও স্বাস্থ্য) / ৩২৪৪ (১০০০)/২০২৩
পরিপত্র
বিষয়: বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের অনুশাসন : ৫০ লক্ষ বৃক্ষরোপণ সম্পর্কীয়।
বৃক্ষ আমাদের পরম বন্ধু। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি ক্রমান্বয়ে কমতে থাকায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বৃক্ষরোপণের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি"।
মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের অনুশাসন :
প্রতিবছর স্কাউট সদস্যরা বৃক্ষরোপণ করে থাকলেও তা সার্বজনীন নয়। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য সংখ্যা ২৪ লক্ষ ৩৪ হাজার ৪১৪ জন। বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয় চলতি বৃক্ষরোপণ মৌসুমে ২৪ লক্ষ ৩৪ হাজার ৪১৪ জন স্কাউট সদস্যগণের মাধ্যমে ৫০ লক্ষ বৃক্ষরোপণ করার জন্য একটি অনুশাসন প্রদান করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কাউট সদস্যরা জনপ্রতি ২ টি করে গাছ
রোপণ করলে প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের অনুশাসন মোতাবেক দেশব্যাপী ৫০ লক্ষ বৃক্ষরোপণ করা সহজ হবে। এমতাবস্থায়, চলতি বৃক্ষরোপণ মৌসুমে ২০২২ সালের বার্ষিক স্কাউট পরিসংখ্যান মোতাবেক অঞ্চল ওয়ারী বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিম্নরূপ :
বৃক্ষরোপণ প্রক্রিয়া :
# প্রত্যেক স্কাউট ও তার পরিবারের সকল সদস্য নিজের বাড়ি এবং আশেপাশে কমপক্ষে ২টি করে (১টি ফলজ/১টি বনজ এবং ১টি ঔষধি) বৃক্ষরোপণ করে পরিচর্যা করবে। স্কাউটরা তার বন্ধু-বান্ধব, সহপাঠি এবং প্রতিবেশীদের নিজের বাড়ি, আশেপাশে, পতিত জমিতে, সড়কের পাশে, বিদ্যালয়, মসজিদ,মন্দির, কবরস্থান, শশ্মান কিংবা অন্যান্য ফাঁকা জায়গায় কমপক্ষে ২টি করে বৃক্ষরোপণ করে পরিচর্যা করতে উদ্বুদ্ধ করবে;
# ইউনিট লিডারবৃন্দ ৩টি, উপজেলা, জেলা, অঞ্চল ও ১ জাতীয় সদর দফতরের বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যবৃন্দ ৪ টি করে বৃক্ষরোপণ করবেন;
# ইউনিট, উপজেলা, জেলা এবং অঞ্চলসমূহ নিজ উদ্যোগে স্থানীয় নার্সারী, বনবিভাগ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং স্থানীয় উৎসসমূহ থেকে চারা সংগ্রহ করবেন।
উপরিউক্ত অবস্থার প্রেক্ষাপটে মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের অনুশাসন মোতাবেক ৫০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যে অঞ্চল অনুযায়ী বর্ণিত গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং ইউনিট-উপজেলা-জেলার বৃক্ষরোপণের সচিত্র প্রতিবেদন একীভূত করে প্রতি ১০ (দশ) দিন পর পর সফটকপি আগামী ৩০ জুলাই ২০২৩ পর্যন্ত prsgolammostafa@gmail.com এই ই-মেইলে জাতীয় সদর দফতরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। বৃক্ষরোপণের প্রকৃত সংখ্যা নিরূপণের লক্ষ্যে ইউনিট, উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে তথ্য সংগ্রহের ফরম অত্র সাথে প্রেরণ করা হলো। উল্লেখ্য যে, বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যাকারী শ্রেষ্ঠ ইউনিট, উপজেলা, জেলা এবং অঞ্চলকে পুরষ্কৃত করা হবে।
মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ স্কাউটস এর ৫০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি যথাযথভাবে সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
স্বাক্ষরিত
(উনু চিং নির্বাহী পরিচালক (অ. দা.)
বাংলাদেশ স্কাউটস
No comments
Your opinion here...