ad

পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৮/০৬/২০২৩)

Views

 


পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৮/০৬/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা

 www.dshe.gov.bd


স্মারক নং- 37.02.০০০০.107.31,150,2023, 1281


তারিখ: 18.06.2023 খ্রি.


বিষয়: পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ০৫ (পাঁচ) দিন ব্যাপী প্রশিক্ষণ, শিক্ষক সহায়িকা ও মূল্যায়ন নির্দেশিকা প্রদান করা হয়েছে। এছাড়াও মুক্ত পাঠের মাধ্যমে মূল্যায়ন সংক্রান্ত অনলাইন কোর্স সম্পন্ন হয়েছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোন কোন শিক্ষক সে অনুসারে শিক্ষার্থীদের পাঠদান করছেন না, যা চাকুরির শৃঙ্খলার পরিপন্থী। এক্ষেত্রে শিক্ষকগণকে শ্রেণি পাঠদান ও মূল্যায়ন সংক্রান্ত প্ৰশিক্ষণ লব্ধজ্ঞান, অভিজ্ঞতা এবং শিক্ষক সহায়িকা (TG) অনুসরণপূর্বক পাঠদান করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া যে সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রশিক্ষণ ও শিক্ষক সহায়িকা (TG) অনুসরণপূর্বক শিক্ষার্থীদের পাঠদান করছেন না তাঁদের তথ্য প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। যে সকল শিক্ষক প্রশিক্ষণ লব্ধজ্ঞান ও শিক্ষক সহায়িকা (TG) অনুসারে পাঠদান করছেন না তিনি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।


বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।


স্বাক্ষরিত


(এস এম জিয়াউল হায়দার হেনরী)

সহকারী পরিচালক (মাধ্যমিক-২)

৪১০৫০১১৮

addshesecondary2@gmail.com




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.