ad

২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন স্থগিত করন প্রসঙ্গে DGHS এর নির্দেশনা। (০১/০৬/২০২৩)

Views

 







২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন স্থগিত করন প্রসঙ্গে DGHS এর নির্দেশনা। (০১/০৬/০৬/২০২৩)


৪-১০ জুন তারিখের "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালন স্থগিতকরণ প্রসঙ্গে DGHS এর চিঠি।   (০১/০৬/২০২৩)

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম 

রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

তারিখঃ ০১/০৬/২০২৩ ইং

স্মারক নং- স্বাঃ অধিঃ/সিডিসি/ফাইলেরিয়া / STH/2005 / Vol-6/ve

বরাবর

স্বাস্থ্য সেবা বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

(দুঃআঃ অতিরিক্ত সচিব, জনস্বাস্থ্য)


বিষয় : ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন স্থগিত করন প্রসঙ্গে।

সুত্রঃ (১)  45.00,000,170,25.001.00, 22.46, তারিখ ১৮ মে 2023

(২) স্বাঃ অধিঃ/সিডিসি/ফাইলেরিয়া STH/2005/ Vol-6/৬৮২৬,৬৮২৭,৬৮২৮, ৬৮২৯,৬৮৩০,৬৮৩১, ৬৮৩২, ৬৮৩৩ তারিখঃ ২১/০৫/২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্র মোতাবেক মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাতা সংস্থা কর্তৃক কৃমি নাশক ঔষধ সরবরাহ করার পদ্ধতিগত বিলম্বের কারণে গত ৩১ মে ২০২৩ তারিখে সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির জরুরী সভার আলোকে এবং যথাযথ কর্তৃপক্ষের পরামর্শক্রমে আগামী ৪-১০ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত - ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও  বহির্ভূত শিশুদের জন্য ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রমটি স্থগিত করার প্রস্তাবনা গৃহীত হয়। ইতোমধ্যে কার্যক্রমটি বাস্তবায়নে প্রচলিত প্রস্তুতিমূলক সকল আনুষ্ঠানিকতার (যেমন- জেলা/সিটি কর্পোরেশন পর্যায় ও উপজেলা পর্যায়ের এডভোক্যাসী এবং ওরিয়েন্টেশন সভা, শিক্ষকদের ওরিয়েন্টেশন ইত্যাদি) যাবতীয় ব্যান্ডোর এইচপিএনএসপির আওতায় সিডিসি অপারেশনাল প্ল্যানের সংশ্লিষ্ট খাত হতে মিটানো যেতে পারে। পরবর্তীতে ঔষধ প্রাপ্তি এবং সরবরাহ সাপেক্ষে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের তারিখ পূর্ণ নির্ধারন করে কার্যক্রমটি বাস্তবায়ন করা যেতে পারে।


উপরে বর্ণিত বিষয়সমূহ মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

এতে স্বাস্থ্য অধিদতরের মহাপরিচালক মহোদয়ের সদয় সম্মতি রয়েছে।


স্বাক্ষরিত


অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম

পরিচালক, রোগ নিয়ন্ত্র লাইন ডাইরেক্টর, সিডিসি

স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.