পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) শীর্ষক স্কিমের আওতায় ২য় পর্যায়ে স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের সময় পুনঃবৃদ্ধি প্রসঙ্গে DSHE এর নির্দেশনা।(০৬/০৬/২০২৩)
পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) শীর্ষক স্কিমের আওতায় ২য় পর্যায়ে স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের সময় পুনঃবৃদ্ধি প্রসঙ্গে DSHE এর নির্দেশনা।(০৬/০৬/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস, এসইডিপি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
E-mail: pbgsedp2021@gmail.com
বাংলাদেশ, ঢাকা।
স্মারক নং-পিবিজিএসআই/এসইডিপি/মাঠপর্যায়ে যোগাযোগ/১৮/২০২১/১৮৭
তারিখ : ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
০৬ জুন 2023 খ্রি.
বিষয় : “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)" শীর্ষক স্কিমের আওতায় ২য় পর্যায়ে “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)” প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের সময় পুনঃবৃদ্ধি প্রসঙ্গে ।
সূত্র: পিবিজিএসআই/এসইডিপি/মাঠপর্যায়ে যোগাযোগ/ ১৮/২০২১/১৩২, তারিখ: ২৬/০৪/২০২৩খ্রি.
সূত্র: পিবিজিএসআই/এসইডিপি/মাঠপর্যায়ে যোগাযোগ / ১৮ / ২০২১ / ১৭০, তারিখ: ২১/০৫/২০১৩ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)" ক্ষিমের আওতায় “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)" প্রদানের লক্ষ্যে ২য় পর্যায়ে প্রতিষ্ঠান নির্বাচনের আবেদনের সময় ১০/০৬/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। একইসাথে উপজেলা / থানা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক 22/06/2023 খ্রি. তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সকল তথ্যসহ (সূত্রোস্থ স্মারকে প্রেরিত চিঠিসমূহের নির্দেশনা মোতাবেক) তালিকা প্রস্তুত করতে অনুরোধ করা হলো। নির্বাচিত প্রতিষ্ঠানের তথ্য Software এ এন্ট্রি ও স্কিম কার্যালয়ে প্রেরণ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে পত্রের মাধ্যমে জানানো হবে।
স্বাক্ষরিত
প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ
স্কিম পরিচালক
ফোন: ০২-২২৬৬৩৭৩০০
No comments
Your opinion here...