ad

বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ (NTRCA) এর আওতা বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য DME এর অনুসরণীয় নির্দেশমালা। (০৬/০৬/২০২৩)

Views

 



বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ (NTRCA) এর আওতা বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য DME এর অনুসরণীয় নির্দেশমালা। (০৬/০৬/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 

প্রশাসন শাখা

গাইড হাউস (৭ম ও ১০ম তলা), বেইলী রোড, ঢাকা

www.dme.gov.bd

স্মারক নং-57.25.0000.001.15.002.15-681


তারিখ:২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ 

০৬ জুন, ২০২৩


বিষয়: বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ (NTRCA) এর আওতা বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের বেসরকারি মাদ্রাসাসমূহে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতা বহির্ভূত পদে (যথা: কর্মচারী, অভিজ্ঞতাসম্পন্ন পদ) সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের প্রেক্ষিতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কিন্তু ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)' ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী এ ধরনের নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীগণের এমপিওভুক্তির জন্য অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই, নিয়োগ কমিটি গঠন, পরীক্ষার নম্বর বন্টন (লিখিত/ব্যবহারিক/মৌখিক/সনদ), পরীক্ষার সময়, মূল্যায়ন, ফলাফল বিবরণী, সুপারিশ ইত্যাদিতে প্রতিষ্ঠান ভেদে ভিন্নতা রয়েছে। ফলে নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীগণের এমপিওভুক্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

উল্লিখিত প্রেক্ষাপটে বেসরকারি মাদ্রাসাসমূহে এনটিআরসিএ'র আওতা বহির্ভূত পদে নিয়োগ কার্যক্রমে অভিন্নতা ও স্বচ্ছতা আনয়নের নিমিত্ত নিম্নোক্ত নির্দেশমালা জারী করা হলো:









Full PDF Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.