জুন ক্লোজিং'২৩ ও ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বেতন ভাতাদি প্রদানের নিমিত্ত ১০, ১৭ ও ২৪ জুন'২৩ (শনিবার) সিজিএ কার্যালয় ও এর আওতাধীন অফিসসমূহ খোলা রাখা প্রসঙ্গে CGA এর নির্দেশনা। (০৬/০৬/২০২৩)
জুন ক্লোজিং'২৩ ও ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বেতন ভাতাদি প্রদানের নিমিত্ত ১০, ১৭ ও ২৪ জুন'২৩ (শনিবার) সিজিএ কার্যালয় ও এর আওতাধীন অফিসসমূহ খোলা রাখা প্রসঙ্গে CGA এর নির্দেশনা। (০৬/০৬/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cga.gov.bd
নং-07.03.0000.001.32.131 (খন্ড-1).22.1196
অফিস আদেশ
তারিখঃ 06/06/2023 খ্রি.
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস (সকল), ডিসিএ অফিস (সকল), ডিএএফও (সকল) ও ইউএও (সকল) অফিসসমূহে ২০২২-২০২৩ অর্থ বছরের জুন ক্লোজিং (June Pre) ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জুন/২০২৩ মাসের বেতন ভাতাদি, উৎসব ভাতা, অন্যান্য বিল এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের জুন/২০২৩ মাসের অবসর ভাতা ও উৎসব ভাতা প্রদানের নিমিত্ত আগামী ১০ জুন, ২০২৩ (শনিবার), ১৭ জুন, ২০২৩ (শনিবার) ও ২৪ জুন, ২০২৩ (শনিবার) তারিখে অফিস খোলা রাখার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো ।
স্বাক্ষরিত
(মানিক হোসেন)
উপহিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১)
ফোনঃ 02-222220549
No comments
Your opinion here...