২০২২-২৩ অর্থবছরে সংশোধিত রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ৬ষ্ঠ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৬/০৬/২০২৩)
২০২২-২৩ অর্থবছরে সংশোধিত রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ৬ষ্ঠ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৬/০৬/২০২৩)
সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে ৬ষ্ঠ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি প্রদান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-1216
www.dpe.gov.bd
স্মারক নম্বর: 38.01.0000.500 20,133.22.101
তারিখ: ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
০৬ জুন ২০২৩
বিষয়: ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ৬ষ্ঠ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ এর সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে প্রাপ্ত বরাদ্দ হতে ৫১,৮০,০৮,৩০০/- (একান্ন কোটি আশি লক্ষ আট হাজার তিনশত) টাকা ১৯৫টি উপজেলা/থানা শিক্ষা অফিসের আওতায় কর্মরত শিক্ষকবৃন্দের বেতনভাতা ও অন্যান্য খাতের ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক ৬ষ্ঠ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরী তাঁর নিয়ন্ত্রণাধীনে প্রদান করা হলো এবং সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার - কে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।
• এই বায় ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে বরাদ্দকৃত অর্থ হতে মিটানো হবে:
*এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যেকোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-বায়নকর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন;
• ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবার ব্যবহারসহ অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থ মাসিক ভিত্তিতে ব্যয় করতে হবে:
• "৩২৪৪১০১ ভ্রমণ ব্যয়" এবং "৩২৫৫১০৫ অন্যান্য মনিহারি খাতে প্রধান কার্যালয় কর্তৃক মোট প্রাপ্ত অর্থের ৫০% ছাড় করা হয়েছে বিধায় বর্ণিত দুটি খাতে মাঠ পর্যায়ের উপজেলা শিক্ষা অফিসসমূহে প্রাপ্ত মোট বরাদ্দের শতভাগ ব্যয় করা যাবে। এ দুটি খাতে আর কোন বরাদ্দ প্রদান করা হবেনা। একই সাথে ৩২১১১১৩-বিদ্যুৎ খাতে প্রাপ্ত মোট বরাদ্দের শতভাগ ব্যয় করা যাবে। চলতি ২০২২-২৩ অর্থবছরে ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে এ পর্যন্ত ছাড়কৃত সমুদয় বরাদ্দ থেকে শিক্ষকবৃন্দের মে ২০২৩ এর নিয়মিত বেতন-ভাতাদি পরিশোধের পর উদবৃত্ত অর্থ দিয়ে সহকারী শিক্ষকগণের ১৩ তম গ্রেডের বকেয়া পরিশোধ করা যাবে এছাড়া বিদ্যুৎ, পানি, ভূমি উন্নয়ন কর ও পৌরকরের বিল (বকেয়াসহ) পরিশোধ করা যাবে।
• অব্যয়িত অর্থ ১৫ জুন, ২০২০ এর মধ্যে সমর্পণ করতে হবে। চাহিদার চেয়ে বরাদ্দের পরিমাণ অতিরিক্ত হলে অতিরিক্ত অর্থ DPE এর Accounting Information System (AIS)-এর মাধ্যমে মাসিক SOE জমাদানের সময় সমর্পণ করতে হবে এবং একই সাথে ঘাটতি চাহিদা থাকলে মাসিক SOE জমাদানের সময় ঘাটতি চাহিদা আবশ্যিকভাবে এন্ট্রি করতে হবে;
• প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের Accounting Information System (AIS) এ মাসিক খরচের বিবরণী নিয়মিত এন্ট্রি করতে হবে;
২। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
সংযুক্তিঃ বর্ণনানুগ বাজেট বিভাজন - ১৬ (ষোল) পাতা
স্বাক্ষরিত
মো: নূরুল ইসলাম
সহকারী পরিচালক
No comments
Your opinion here...