২০২৩ সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কোড প্রদান-এমপিও স্তর পরিবর্তন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৬/০৬/২০২৩)
২০২৩ সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কোড প্রদান-এমপিও স্তর পরিবর্তন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৬/০৬/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩7.02.0000.113.39.006.20.14
তারিখ: ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
০৬ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: ২০২৩ সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কোড প্রদান/এমপিও স্তর পরিবর্তন সংক্রান্ত।
সূত্র: (১) ৩৭.০০.০০00, 074.002.005.2০21 (অংশ).05, তারিখ: 12/01/2023 খ্রি:
2) 37.00.0000, 074.002.005.2021 (অংশ).06, তারিখ: 12/01/2023 খ্রি:
(৩) 37.00.0000.074.002.005.2021 (অংশ).07, তারিখ: ১২/01/2023 খ্রি:
(8) 37.00.0000. 074.002.005.2021 (অংশ).08, তারিখ: 12/01/2023 খ্রি:
(৫) 37.00.0000, 074.002.005.2০২১ (অংশ).09, তারিখ: 12/01/2013 খ্রি:
(৬) 37.00.0000.098.002.007.2018 (খন্ড -২).353, তারিখ: 13/10/2022 খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন ১৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) বিভিন্ন স্তরে নতুন এমপিওভুক্তি/এমপিও এর স্তর পরিবর্তন করা হয়। এমপিও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানসমূহের EMIS সিস্টেমে এমপিও এর স্তর পরিবর্তন এবং সম্পূর্ণ নতুনভাবে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানসমূহকে নতুন এমপিও কোড প্রদান করে EMIS সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। “জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১” এর ১৭.২ অনুচ্ছেদ, শিক্ষা মন্ত্রণালয়ের ৩০ অক্টোবর ২০২২খ্রি. তারিখের পরিপত্র নং- 37.00.0000.074.002.005. 2021-366 এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের 01/12/2012 তারিখের পত্র নং 37.02.0000 113.39.006.20.74-এর নির্দেশনা অনুসরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাচাই-বাছাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।
উপর্যুক্ত বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবগত করা হল।
সংযুক্তি: নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের তালিকা (এমপিও কোডসহ)।
প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী
পরিচালক
No comments
Your opinion here...