ad

জাতীয়করণকৃত সকল শিক্ষকগণের বিএড/সিএড/সিইনএড/ডিপিএড সনদ এর সত্যায়িত কপি প্রেরণের তাগিদপত্র সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২২/০৫/২০২৩)

Views

 


জাতীয়করণকৃত সকল শিক্ষকগণের বিএড/সিএড/সিইনএড/ডিপিএড সনদ এর সত্যায়িত কপি প্রেরণের তাগিদপত্র সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২২/০৫/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 তদন্ত ও শৃঙ্খলা শাখা

 মিরপুর-২, ঢাকা- ১২১৬ 

www.dpe.gov.bd


স্মারক নম্বর: 38.01.0000,300,27,481,23-236


তারিখ: 22 মে ২০২৩


বিষয়: জাতীয়করণকৃত সকল শিক্ষকগণের বিএড/ সিএড/ সিইনএড/ডিপিএড সনদ এর সত্যায়িত কপি প্রেরণের তাগিদপত্র।

সুত্রঃ:38.01,0000,300,27,481.23.152,154, 155, 156, 157, 158, ও 159, তারিখ: ২৭ মার্চ 2023)


উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত স্মারকপত্র সমূহের মাধ্যমে ২০১৩ সন ও তৎপরবর্তী বিভিন্ন ধাপে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড/সিএড/সিইনএড/ডিপিএড সনদ গ্রহণ করেছেন তাঁদের সনদের সত্যায়িত কপি চাওয়া হয়। কিন্তু বিভিন্ন জেলা/উপজেলা। থেকে যথাযথভাবে চাহিত সনদ প্রেরণ করা হচ্ছে না।


২০১৩ সন ও তৎপরবর্তী বিভিন্ন ধাপে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা পিটিআই/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড/সিএড/ সিইনএড/ ডিপিএড সনদ গ্রহণ করেছেন তাঁদের কেউ কেউ জাল সনদ গ্রহণ করেছেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্কেলের বেতন ভাতাদি গ্রহণ করেছেন মর্মে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এতে সারাদেশে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশংকা দেখা দিয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে আরও জানা যায় দেশব্যাপী এ জাল সনদ প্রদানের বিভিন্ন সিন্ডিকেট রয়েছে।

এক্ষেত্রে সারাদেশের জাতীয়করণকৃত সকল শিক্ষকগণের সনদ যাচাইয়ের লক্ষ্যে তাঁর আওতাধীন সকল উপজেলা শিক্ষা অফিসার কে জাতীয়করণকৃত সকল শিক্ষকগণের সনদের সত্যায়িত কপি সংযুক্ত ছকে আগামী ১৫ জুন ২০২৩ তারিখের মধ্যে উপপরিচালক, তদন্ত ও শৃঙ্খলা শাখা বরাবর প্রেরণের নির্দেশ দানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পত্রে উপজেলায় মোট জাতীয়করণকৃত শিক্ষকের সংখ্যা, কতজন শিক্ষক বিএড/সিএড/ সিইনএড/ ডিপিএড সনদ গ্রহণ করেছেন আলাদা আলাদা তাদের সংখ্যা উল্লেখ করে উপজেলার জাতীয়করণকৃত প্রত্যেক শিক্ষকের সনদ প্রেরণ করতে হবে। হিয়


বিষয়টি অতীব জরুরী।


ড. নাছিমা বেগম


উপপরিচালক (তঃ ও শূ 

ফোন: ৫৫০৭৪৯৫৫

 inquirycelldpe@gmail.com



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.