ad

শিক্ষার্থীদের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা অবলম্বন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৫/০৬/২০২৩)

Views

 




শিক্ষার্থীদের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা অবলম্বন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৫/০৬/২০২৩)


প্রাথমিকের পর এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার শ্রেণি কার্যক্রমও ৮ জুন পর্যন্ত বন্ধ।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা। 

০৫/০৬/২০২৩ খ্রি.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 

বাংলাদেশ, ঢাকা।

 www.dshe.gov.bd

স্মারক নং-37.02.0000,101,23.003, 22-9928/5


তারিখ: 05/06/2013 খ্রি.


সূত্র: 08/06/2023 খ্রি. তারিখে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তাপ প্রবাহের সতর্কবার্তা


বিষয়: শিক্ষার্থীদের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা অবলম্বন।


উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত "তাপ প্রবাহের সতর্কবার্তা" অনুসারে আগামী ০৫ (পাঁচ) থেকে ০৬ (ছয়) দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তাঁর তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। উক্ত সতর্কবার্তার আলোকে অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে নিম্নরূপ সতর্কতামূলক নির্দেশনা প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১। যেসকল বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসকল বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী 08/06/2023 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।


২। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাতাহিক সমাবেশ স্থগিত থাকবে;


৩। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে; 


৪। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে:


৫। শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে;

৬। শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে;


বিষয়টি অতীব জরুরি।


স্বাক্ষরিত


(রূপক রায়) 


সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)


ফোন: 02-223350068




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.