ad

উপবৃত্তি সংক্রান্ত কতিপয় প্রশ্নোত্তর।

Views

 


উপবৃত্তি সংক্রান্ত কতিপয় প্রশ্নোত্তর।
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
👉 প্রশ্ন-১ : অনেক শিক্ষার্থীর নাম চাহিদায় পাচ্ছেন না বা চাহিদা জমা দিতে পারছেন না, আবার ইতিপূর্বে যাদের ছিলো তাদের নাম আসছে না সে ক্ষেত্রে সমাধান কি?
#উত্তর : হালনাগাদ রিপোর্ট দেখুন পেন্ডিং আছে কিনা অথবা ট্রান্সফার করা আছে কিনা যাচাই করে নিন। না থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অধিদপ্তর থেকে সমাধান করে নিন।
👉 প্রশ্ন-২ : বিগত কিস্তির টাকা যাদের বাউন্স ব্যাক গেছে তারা কি টাকা পাবে?
#উত্তর : জুলাই থেকে ডিসেম্বর/২০২২ সময়ের টাকা বিতরণের পর তাদের বকেয়া টাকা বিতরণ করা হবে।
👉 প্রশ্ন-৩ : যাদের মোবাইল নম্বর ভুল আছে তাদের ক্ষেত্রে করণীয় কী?
#উত্তর : এখন যেভাবে আছে সেভাবেই চাহিদা দিতে হবে। তবে অর্থ বিতরণের পূর্বে অবশ্যই সংশোধন করিয়ে নিতে হবে। উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জন্মনিবন্ধন নম্বর, ভুল মোবাইল নম্বর, সঠিক মোবাইল নম্বর বিভাগীয় হোয়াইট অ্যাপ গ্রুপে পাঠাতে হবে। সকল তথ্য স্ক্রিনশট দিলে বা ছবি তুলে দিলে হবে না সফট কপিও দিতে হবে। বেশি সংখ্যক শিক্ষার্থী হলে এক্সেল শিট তৈরি করে দিবেন।
👉 প্রশ্ন-৪ : শ্রেণি প্রমোশন ভুল আছে, ২২ সালের যে শ্রেণিতে থাকার কথা সেটা চাহিদাতে অন্য শ্রেণিতে দেখাচ্ছে।
#উত্তর : যেভাবে আছে সেভাবে চাহিদা সাবমিট করতে হবে। এক্ষেত্রে টাকার পরিমাণ বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
👉 প্রশ্ন-৫ : জন্ম নিবন্ধন ভুল থাকলে কি টাকা পাবে?
#উত্তর : জন্ম নিবন্ধন ভুল থাকলে এখন টাকা পাবে অসুবিধা নাই। পরবর্তীতে যখন সুযোগ দেওয়া হবে তখন সংশোধন করে নিবেন।
👉 প্রশ্ন-৬ : পাসওয়ার্ড ভুলে গেলে সমাধান কী?
#উত্তর : উপজেলা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভাগীয় হোয়াটস অ্যাপ গ্রুপে পাঠিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিবেন।
👉 প্রশ্ন-৭ : ছয় মাসের চাহিদা অনুমোদনের পর মাসের সংখ্যা ১০/১২ দেখাচ্ছে।
#উত্তর : এক্ষেত্রে সমস্যা নাই পূর্বের ৬ মাসের চাহিদার সংখ্যা অ্যাড করে দেখাচ্ছে।
👉 প্রশ্ন-৮ : ভুলে নিস্ক্রিয় শিক্ষার্থী সক্রিয়করণ কীভাবে করবো?
#উত্তর : ক্রমিক নং, নাম, শ্রেণি, রোল, জন্মনিবন্ধন লিখে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে হোয়াইট অ্যাপ গ্রুপে বা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের মেইলে(dirpesd.dpe@gmail.com) পাঠাতে হবে।
👉 প্রশ্ন-৯ : ভুল করে রিপিটার দেওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে করণীয় কী?
#উত্তর : ক্রমিক নং, নাম, শ্রেণি, রোল, জন্মনিবন্ধন লিখে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে হোয়াইট অ্যাপ গ্রুপে বা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের মেইলে (dirpesd.dpe@gmail.com) পাঠাতে হবে।
👉 প্রশ্ন-১০ : পেমেন্ট হিস্টোরি/ডিসবার্সমেন্ট রিপোর্ট কবে সংযুক্ত হবে?
#উত্তর : চলতি সপ্তাহে।
👉 প্রশ্ন-১১ : বর্তমানে চাহিদা দিতে গিয়ে মাসের সংখ্যা শূন্য দেখাচ্ছে। ক্লাস্টারে সাবমিট করতে গিয়ে ইনভ্যালিড সিলেকশন দেখাচ্ছে।তাদের ক্ষেত্রে পরামর্শ কী?
#উত্তর : আইবাসকে অবহিত করা হয়েছে।আইবাস রবিবার ডাটা ক্লিন করে বিদ্যালয়ের আইডিতে ফেরত দেয়ার বিষয়ে অবহিত করেছে। ১ম ধাপে চলমান চার বিভাগ আগামী ১৭/১৮ তারিখে সকল শিক্ষার্থীর চাহিদা পুনরায় সাবমিট করতে পারবেন।
#সংগৃহীত #Helping_page_on_e_Monitoring)

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.