ad

অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' এর কারণে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও লার্নিং সেন্টারসমূহের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(১৩/০৫/২০২৩)

Views

 




অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' এর কারণে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও লার্নিং সেন্টারসমূহের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(১৩/০৫/২০২৩)

অতি প্রবল ঘুর্ণিঝড় "মোখা" এর কারণে আগামী ২ দিন (রবি ও সোমবার) চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (১৩/০৫/২৩)। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয়-১ অধিশাখা

www.mopme.gov.bd


নং- ৩৮.০০.০০০০.০০৭.08.002.2021-118


তারিখ:১৩ মে 2023 

৩০ বৈশাখ ১৪৩০


বিষয় : অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' এর কারণে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও লার্নিং সেন্টারসমূহের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' এর কারণে চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার এবং শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ আগামী ১৪, ১৫ মে ২০২৩ তারিখ রবিবার ও সোমবার বন্ধ থাকবে।


এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও শিশু কল্যাণ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন বর্ণিত তিন বিভাগের বিদ্যালয় ও লার্নিং সেন্টারসমূহের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ ও ১৫ তারিখ বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তবে, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগণ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


মোহাম্মদ কামাল হোসেন 

উপসচিব ১৩.০৫. ২০২৩

ফোন- +৮৮০২৫৫100933 

email: dssch1@mopme.gov.bd





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.