ad

এতিমখানা/মিশনারী/সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের যেসকল শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত, সেসকল শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলার/থানা শিক্ষা অফিসারগণের নাম, নগদ মোবাইল একাউন্ট নম্বর, এনআইডি নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১২/০৩/২০২৩)

Views

 


এতিমখানা/মিশনারী/সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের যেসকল শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত, সেসকল শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলার/থানা শিক্ষা অফিসারগণের নাম, নগদ মোবাইল একাউন্ট নম্বর, এনআইডি নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১২/০৩/২০২৩)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd


স্মারক নম্বর: 38.01.0000.000.18.011.23.3


তারিখ: ২৯ বৈশাখ ১৪৩০

১২ মে ২০২৩


বিষয়: এতিমখানা/মিশনারী/সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের যেসকল শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত, সেসকল শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণের নাম, নগদ মোবাইল একাউন্ট নম্বর, এনআইডি নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ সংক্রান্ত।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-38,00,0000,006, 22.001.21,076, তারিখ: 01/03/2023 খ্রি. 

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এতিমখানা/ মিশনারী/সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের যেসকল শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত, সেসকল শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারের মোবাইল একাউন্টের মাধ্যমে বিতরণের জন্য সূত্রোক্ত স্মারক মোতাবেক প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন অপারেশনাল ম্যানুয়াল, ২০২১ (সংশোধিত) এর ৮.৪ নং অনুচ্ছেদ-এ উল্লেখ রয়েছে (সংলাপ-১)। এ লক্ষ্যে PESP MIS Software-এ সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণের নাম (বাংলা ও ইংরেজী), সক্রিয় নগদ মোবাইল একাউন্ট নম্বর, এনআইডি নম্বর, Email ঠিকানা এন্ট্রি করা আবশ্যক।


এমতাবস্থায়, সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণকে আগামী ১৪/০৫/২০১৩খ্রি. তারিখের মধ্যে তাদের নাম (বাংলা ও ইংরেজী), সক্রিয় নগন মোবাইল একাউন্ট নম্বর, এনআইডি নম্বর, Email ঠিকানা প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।



বিষয়টি অতীব জরুরী।


স্বাক্ষরিত

মোঃ কবির উদ্দিন 

সহকারী পরিচালক

ফ্যাক্স: 02-9038122

ইমেইল: dirpesd.dpe@gmail.com





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.