শেখ রাসেল পদক ২০২৩ এর জন্য আবেদন আহ্বান সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১৫/০৫ /২০২৩)
শেখ রাসেল পদক ২০২৩ এর জন্য আবেদন আহ্বান সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১৫/০৫ /২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১০৭,২৪.০০৫.২১-৮২৬
তারিখ: ০১ জ্যৈষ্ঠ, ১৪৩০
১৫ মে, ২০২৩
বিষয়ঃ শেখ রাসেল পদক ২০২৩ এর জন্য আবেদন আহ্বান।
সূত্র : ১) ৫৬.০৪.০০০০.০০৮,২৩.০৩৩.২৩.৩৪২, তারিখ- ১০/০৪/২০২৩ খ্রিঃ
(২) ৫৬,০৪,০০০০.০০৮.২৩.০০২.২৩.১৪৮০, তারিখ- ০২/০৫/২০২৩ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে শেখ রাসেল দিবস' হিসেবে ঘোষণা করেছে। উক্ত দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শেখ রাসেল পদক ২০২৩ প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।
এমতাবস্থায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর-এর সুত্রস্থ বিজ্ঞপ্তির আলোকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু- কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানোসহ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ব্যাপক প্রচার ও আবেদন দাখিলে অনুপ্রাণিত করার নিমিত্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তিঃ বর্ণনামতে।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সা.)
ফোনঃ ৫৫০৭৪৯১৭
ইমেইল adgeneraldpe@gmail.com
No comments
Your opinion here...