চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের উপবৃত্তির অর্থ সুবিধাভোগী মা/ অভিভাবকের মোবাইল একাউন্টে বিতরণের নিমিত্ত শতভাগ সুবিধাভোগী অভিভাবকের নগদ মোবাইল একাউন্ট নিশ্চিতকরণ এবং আগামী ১৬/০৫/২০২৩খ্রি. তারিখের মধ্যে চাহিদা এন্ট্রি-অনুমোদনের কার্যক্রম সম্পন্নপূর্বক ২৫/০৫/২০২৩খ্রি. তারিখের মধ্যে বর্ণিত সময়ের উপবৃত্তির অর্থ বিতরণে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভার নোটিশ। ০২/০৫/২০২৩ খ্রি.
Views
উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের উপবৃত্তির অর্থ সুবিধাভোগী মা/ অভিভাবকের মোবাইল একাউন্টে বিতরণের নিমিত্ত শতভাগ সুবিধাভোগী অভিভাবকের নগদ মোবাইল একাউন্ট নিশ্চিতকরণ এবং আগামী ১৬/০৫/২০২৩খ্রি. তারিখের মধ্যে চাহিদা এন্ট্রি-অনুমোদনের কার্যক্রম সম্পন্নপূর্বক ২৫/০৫/২০২৩খ্রি. তারিখের মধ্যে বর্ণিত সময়ের উপবৃত্তির অর্থ বিতরণে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভার নোটিশ। ০২/০৫/২০২৩ খ্রি.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন -২, মিরপুর- ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক: ৩৮.০১.০০০০.১৯২.১৬.০৬৮.(১) ১৬-১৮৮১
তারিখ : ০২ মে ২৯২৩
সভার নোটিশ
G2P সিস্টেমে EFT মাধ্যমে ২০২২-২৩ অর্থ বছরের জুলাই ডিসেম্বর ২০২২ সময় উপবৃত্তির অর্থ সুবিধাভোগী মা/ অভিভাবকের মোবাইল একাউন্টে বিতরণে নিমিত্ত শতভাগ সুবিধাভোগী অভিভাবকের নগদ মোবাইল অ্যাকাউন্ট নিশ্চিতকরণ এবং আগামী ১৬/৫/২০১৩০ খ্রিস্টাব্দ তারিখে মধ্যে চাহিদা এন্ট্রি ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদনের কার্যক্রম সম্পন্নপূর্বক ২৫/০৫/২০২৩ তারিখের মধ্যে বর্ণিত সময়ের উপবৃত্তির অর্থ বিতরণের কর্ম পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ও উপজেলা থানা শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে আগামী ০৩/০৫ /২০২৩ খ্রিস্টাব্দ তারিখ বুধবার বেলা ৩.০০ টায় তিনটায় জুম প্লাটফর্মে এ জরুরী সভা জনাব মোঃ মিজানুর হক, পরিচালক, উপবৃত্তি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে
এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্টগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আলোচ্য সূচি:
১. যে সকল সুবিধাভোগী অভিভাবকের নগদ মোবাইল একাউন্ট খোলা নাই তাদের নগদ মোবাইল একাউন্ট নম্বর খোলা।
২. শিশু কল্যাণ ট্রাস্ট (এস কে টি) পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এর সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের ডাটা এন্ট্রি যাচাই-বাছাই ও অনুমোদন।
৩. উপজেলা ভিত্তিক ২০২২ -২৩ অর্থবছরের জুলাই -ডিসেম্বর ২০২২ সময়ের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ভিত্তিক চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন।
৪. বিবিধ:
জুম আইডি: 4013695771
পাসওয়ার্ড : dpe23
স্বাক্ষরিত
মোঃ কবির উদ্দিন
সহকারী পরিচালক (উপবৃত্তি)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
dirpesd.dpe@gmail.com
No comments
Your opinion here...