জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর মাধ্যমে যোগদানকৃত শিক্ষকদের বেতনভাতা প্রদানের জন্য তথ্য হালফিলকরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (০২/০৫/২০২৩)
Views
স্মারক নং : ৩৮.০১.০০০০.৪০০.২০.০০২.২০-২৫১
তারিখ : ০২ মে ২০২৩
বিষয়: জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর মাধ্যমে যোগদানকৃত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের জন্য তথ্য হাল ফিল করন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিশ্বের আলোকে জানানো যাচ্ছে যে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক শিক্ষার জন্য শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর মাধ্যমে নিয়োগকৃত ২৪১৭৯ জন শিক্ষক ইতোমধ্যে যোগদান করেছেন। যোগদান্ফ্রিত শিক্ষকদের Pay-Fixation করে বেতন প্রদান করা হয়েছে। পদায়নকৃত শিক্ষকদের পিইডিপি ৪ থেকে বেতন ভাতা প্রদানের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় অনুষ্ঠিত সভায় ibas++ এ Pay-Fixation এর তথ্য এর সাথে PEMIS এর তথ্য Validate করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ibas++ এ Pay-Fixation এর তথ্য এর সাথে PEMIS এর তথ্য মিল করে ২০৯৭০ জনের তথ্যের মিল পাওয়া গেছে। অবশিষ্ট শিক্ষকগণের তথ্যে মিল পাওয়া যায়নি। মিল না পাওয়া শিক্ষকদের Pay-Fixation ও PEMIS এর তথ্যের গড় মিল থাকতে পারে কিংবা এখনো কারো কারো Pay-Fixation না করা হতে পারে।
এমতাবস্থায়, মিলকৃত তথ্য (Excel Sheet) এতদসংগে সংযুক্ত করা হলো। সংযুক্ত তথ্য যাচাই করে যাদের তথ্য তালিকায় নাই তাদের Pay-Fixation ও PEMIS এর একই তথ্য সংশোধন, সংযোজন হাসিল করে সংযুক্ত Excel Sheet এ জেলা-উপজেলাভিত্তিক Entry গিয়ে আগামী ০৩/০৫/২০২৩ তারিখের মধ্যে মেইল (নিয়োগ শাখার ইমেইল: ad_recruitdpe@yahoo.com) Softcopy প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি:
১) মিলকৃত তথ্যের সফটকপি (Excel Sheet)
২) যাদের তথ্যে মিল নাই তাদের অন্য এন্ট্রি দেওয়ার জন্য সব কপির Excel Sheet এক্সেল সিট।
স্বাক্ষরিত
মনিষ চাকমা
( যুগ্ম সচিব)
পরিচালক পলিসি এবং অপারেশন
ফোন: ০২-৫৫০৭৪৯১৮
জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর মাধ্যমে যোগদানকৃত শিক্ষকদের বেতনভাতা প্রদানের জন্য তথ্য হালফিলকরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (০২/০৫/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন -২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
ইমেইল: dirpolicydpe@gmail.com
No comments
Your opinion here...