কর্মকর্তাগণের আগামী ৬ মে ২০২৩ খ্রিস্টাব্দে তারিখ থেকে ১৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ১৪ দিন ঢাকা পিটিআই, ঢাকায় অনুষ্ঠিতব্য লিডারশিপ 'মাস্টার ট্রেনের প্রশিক্ষনে' অংশগ্রহণ সংক্রান্ত DPE এর নির্দেশনা।( ০২/০৫/২০২৩)
কর্মকর্তাগণের আগামী ৬ মে ২০২৩ খ্রিস্টাব্দে তারিখ থেকে ১৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ১৪ দিন ঢাকা পিটিআই, ঢাকায় অনুষ্ঠিতব্য লিডারশিপ 'মাস্টার ট্রেনের প্রশিক্ষনে' অংশগ্রহণ সংক্রান্ত DPE এর নির্দেশনা।( ০২/০৫/২০২৩)
প্রধান শিক্ষকদের লিডারশিপ ট্রেনিংয়ের জন্য মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু আগামী ০৬/০৫/২০২৩ তারিখ থেকে শুরু হবে।
ভেন্যঃ ঢাকা পিটিআই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ বিভাগ
সেকশন -২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮.০১.০০০০.৬০০.২৫.০২১.১৫.১৭৪
তারিখ :০২ মে ২০২৩
অফিস আদেশ
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি4 এর আওতায় প্রধান শিক্ষক গণের লিডারশিপ প্রশিক্ষণ সংশ্লিষ্ট চাহিদা ভিত্তিক (Need Based) 'মাস্টার ট্রেনার প্রশিক্ষণ' এ নিম্ন বর্ণিত কর্মকর্তাগণকে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনীত করা হলো। মনোনীত কর্মকর্তাগনকে আগামী ৬ মে ২০২৩ খ্রিস্টাব্দে তারিখ থেকে ১৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ১৪ দিন ঢাকা পিটিআই, ঢাকায় অনুষ্ঠিতব্য লিডারশিপ 'মাস্টার ট্রেনের প্রশিক্ষনে' অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২। মনোনীত কর্মকর্তাগণকে আগামী ৫ই মে ২০১৩ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে ঢাকা পিটিআই ঢাকায় উপস্থিত হয়ে রিপোর্ট করবেন।
৩। মনোনীত কর্মকর্তাগণ আগামী ৬ মে ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০ ঘটিকায় ঢাকা পিটিআই, ঢাকায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রশিক্ষণের অংশগ্রহণ করবেন।
৪। প্রশিক্ষণার্থীগণ নিজ নিজ ল্যাপটপ সহ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
৫। প্রশিক্ষনার্থীগণ প্রশিক্ষণ সংশ্লিষ্ট খাত হতে বিধি মোতাবেক টিএ/ডিএ অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
৬। এ বিষয়ে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়ের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
ড. উত্তম কুমার দাস
পরিচালক (প্রশিক্ষণ)
ফোন: ০২-৫৫০৭৪৯৪৬
No comments
Your opinion here...