ad

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাবকম্পনেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় ২০২২- ২৩ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে "আইসিটি ইন এডুকেশন" বিষয়ক প্রশিক্ষণের ব্যয় নির্বাহী কল্পে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি প্রদান সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২৯/০৩/২০২৩)

Views

 চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাবকম্পনেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় ২০২২- ২৩ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে "আইসিটি ইন এডুকেশন" বিষয়ক প্রশিক্ষণের ব্যয় নির্বাহী কল্পে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি প্রদান সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২৯/০৩/২০২৩)


পিইডিপি-৪ এর আওতায় "আইসিটি ইন এডুকেশন" প্রশিক্ষণের বাজেট বরাদ্দ ও মঞ্জুরী প্রদান। (২৯/০৩/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪)


স্মারক নং ৩৮.১৫০.১৮০.০২৫.০০.১১.০৬০.২০১৯.৬৩৮ তারিখ: ২৯ মার্চ ২০২৩

বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাবকম্পনেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় ২০২২- ২৩ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে "আইসিটি ইন এডুকেশন" বিষয়ক প্রশিক্ষণের ব্যয় নির্বাহী কল্পে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি প্রদান। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর সাব কম্পনেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় ২০২২ -২৩ অর্থবছরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের ব্যয় নির্বাহ কল্পে সংযুক্ত তালিকার পিটিআই সুপারিনটেনডেন্টগনের অনুকূলে আবর্তক ব্যয়ের আওতায় প্রশিক্ষণ খাতের (অর্থনৈতিক কোড ৩২৩১৩০১)জিওবি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ হতে সর্বমোট ১৮ কোটি ৮১ লক্ষ ৩১ হাজার টাকা বরাদ্দ ও ব্যয় মঞ্জুরি প্রদান করা হলো।। ২। এ ব্যায় ২০২২-২৩ অর্থবছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরি নং ২১, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২ ৩৭ ৯০০ এর আওতাধীন সাব কম্পনেন্ট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের আবর্তক ব্যয়ের প্রশিক্ষণ খাতের অর্থনৈতিক কোড ৩২৩১৩০১ এর আওতায় বরাদ্দকৃত টাকা থেকে নির্বাহ করা হবে। ৩। অর্থ ব্যয়ের শর্তাবলী: ক) প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে মোট বিলের জিওবি বাবদ ২৫% এবং আরপিএ (জিওবি) বাবদ ৭৫ ভাগ হিসেবে ব্যয় নির্বাহ করতে হবে; খ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনাবলী ও প্রেরিত বাজেট বিভাজন এবং সকল আর্থিক বিধিবিধান অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থ ব্যয় করতে হবে। গ) কোন অবস্থায় বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ ব্যয় এবং অগ্রিম অর্থ উত্তোলন করা যাবে না। ঘ) এ ব্যয় কোনক্রমেই নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন কোডে ব্যয় করা যাবে না। ঙ) এ ব্যয়ের যাবতীয় অডিট কার্যক্রম তার দপ্তরের সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তার অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিদা মাত্র প্রদর্শন করা যায়। চ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী ৭ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করতে হবে। তাছাড়াও ব্যয় বিবরণী (SOE) ব্যয়ের ৭ দিনের মধ্যে অবশ্যই ডিপিই এর একাউন্টিং সিস্টেমে এন্ট্রি করতে হবে। ছ) প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট আইটি কর্তন করতে হবে। জ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন -ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ৪) চিফ অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসার কে পৃষ্ঠাঙ্কনপূর্বক সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রয়োজন অনুযায়ী প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ৫) এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে। স্বাক্ষরিত এইচ এম আবুল বাশার উপ-পরিচালক(অর্থ)





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.