সহজেই বিকাশে পল্লী বিদ্যুতের বকেয়া বিল দিন। Pay Polli Biddut arrears bill easily by Bkash
Views
সহজেই বিকাশে পল্লী বিদ্যুতের বকেয়া বিল দিন। Pay Polli Biddut arrears bill easily by Bkash
আসসালামু আলাইকুম।
আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পল্লী বিদ্যুতের বকেয়া বিল কিভাবে আমরা অতি সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারি। আশা করি আপনাদের অবশ্য ভালো লাগবে তো চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি।
তো সর্বপ্রথম bkash অ্যাপ টি লগইন করতে হবে পিন দিয়ে। তারপর আমরা দেখতে পারতেছি বিকাশের মূল হোমপেজ এখানে বিভিন্ন অপশন আছে। তো এই অপশন গুলো থেকে আমরা বেছে নিব পে বিল।
পে বিল ক্লিক করার পর আরেকটি অপশন আসবে যেখানে আমরা বিভিন্ন সাবমেনু দেখতে পাব বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট তো আমাদের বিদ্যুৎ এ ক্লিক করতে হবে।
বিদ্যুতে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাব পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড দুটো অপশন এক্টিভেট হবে তো আমাদেরকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করতে হবে।
পোস্টপেইডে ক্লিক করার পরে আমাদের কিন্তু বিল সময়সীমা দেখাবে। আপনি কোন মাসের বিল দিতে যাচ্ছেন সেটি বাই ডিফল্ট অ্যাপ থেকে নির্বাচিত হয়ে থাকবে। আরেকটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আপনাদের। এখানে লক্ষ্যণীয় যে পল্লী বিদ্যুতের বিল থেকে কিন্তু আপনাদের এই নাম্বারটি দিতে হবে। কিভাবে খুঁজে পাবেন তো পল্লী বিদ্যুতের বিলটি আপনাদের হাতে নিন। সবার উপরে দেখতে পারবেন এসএমএস হিসাব নম্বর। এই এসএমএস হিসাব নম্বরটি হচ্ছে বিকাশ অ্যাপ এর এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। নম্বরটি ভালো করে লিখে দিতে হবে আপনার অথবা কপি করতে পারেন।
এসএমএস হিসাব নম্বরটি দেয়ার পরে আমাদেরকে নিচে দেখতে পাবেন পেয়ে বিল করতে এগিয়ে যান সেখানে ক্লিক করতে হবে। এর পরে আপনার দেখতে পাবেন যে আপনার বিলটি কত এসেছে সেই বিলটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং বিলটি মিলিয়ে নিবেন মূল পল্লীবিদ্যুৎ বিল এর সাথে।
যদি মিলে যাই তবে অবশ্যই বিলটি আপনার এবং এর পরবর্তী ধাপে যেতে নিচে দেখতে পাবেন পরের ধাপের যেতে ট্যাপ করুন মানে চেপে ধরে রাখুন। এখানে লক্ষ্যনীয় যদি আপনারা বকেয়া বিল পরিশোধ করতে চান। তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পাবেন না। অর্থ হচ্ছে আপনারা যখন পল্লী বিদ্যুতের বিল পাবেন তখন যদি আপনারা বিকাশ অ্যাপ এ ঢুকেন তখন কিন্তু সাথে সাথে আপনারা বিল এর পরিমাণের সাথে মিল পাবেন না। কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর আপনারা বকেয়া বিলে সম্পূর্ণ আপডেটটি পাবেন। এই অপশনে সম্পূর্ণ যদি ঠিকঠাক থাকে তাহলে পরের ধাপে যেতে ট্যাপ করুন অপশনে ক্লিক করুন। এখন আপনার পুনরায় পিনটি দিতে হবে বিকাশ অ্যাপের।
এই অপশনে আপনাদেরকে চূড়ান্ত বার্তা প্রদর্শন করাবে এবং বলবে পেয়ে বিল করতে টেপ করে ধরে রাখুন যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই নিচে দেখবেন পেয়ে বিল করতে টেপ করুন মানে চেপে ধরে রাখবেন।
এখন আপনাদেরকে পেয়ে বিল সফল হয়েছে সংক্রান্ত বার্তা প্রদর্শন করাবে মানে আপনার বিলটি সাকসেসফুলভাবে বা সফলভাবে জমা হয়েছে।
এখানে আপনার পরবর্তী অপশনটি দেখতে পাবেন সবার নিচে এখানে ক্লিক করলে আপনাদেরকে বিলটি ডাউনলোড করার জন্য বলা হবে আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন।
আজ এ পর্যন্তই আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী আপডেট বা টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
বুঝতে কোনো সমস্যা হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেবেন।
No comments
Your opinion here...