ad

২০২৩ সালের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২,৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ সংক্রান্ত ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক জারীকৃত প্রেস বিজ্ঞপ্তি (০২/০৪/২৩)।

Views

 

২০২৩ সালের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২,৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ সংক্রান্ত ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক জারীকৃত প্রেস বিজ্ঞপ্তি (০২/০৪/২৩)।

ইসলামিক ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭

প্রেস বিজ্ঞপ্তি।
ঢাকা, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১৪৪ হিজরী সনের সাদা কাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ ২ এপ্রিল রবিবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এসে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোঃ রুহুল আমিন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা' বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে ১ সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৩৯৬ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১৯৮০ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৬৪০ টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর যুক্ত পণ্য গুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন। উল্লেখ্য, উপর্যুক্ত পণ্য সমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। সভায় ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নেন্সের গভর্নর মাওলানা মোঃ কাফিল উদ্দিন সরকার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, জামিয়া শরিয়াহ এর ভাইস প্রিন্সিপাল মুফতি নজরুল ইসলাম, কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মোঃ মাহমুদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাহমুদ আনিসুর রহমান সরকার, ইসলামিক ফাউন্ডেশন এর মুফতি মাওলানা মোঃ আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন এর মুহাদ্দিস ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশন এর মুফাসসির ডঃ মাওলানা মোঃ আবু সালে পাটোয়ারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহহিল বাকী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাশেম সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) স্বাক্ষরিত শায়লা শারমিন সহকারী জনসংযোগ কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশন।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.