ad

হিজরী ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচী নির্ধারণ সংক্রান্ত MOPA এর প্রজ্ঞাপন। (১৪/০৩/২০২৩)

Views

হিজরী ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ)  সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচী নির্ধারণ সংক্রান্ত MOPA এর প্রজ্ঞাপন। (১৪/০৩/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

জনপ্রশাসন মন্ত্রণালয়

 বিধি-৪ শাখা 

www.mopa.gov.bd 

নম্বর: ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০১.১৮.৪৭

                                                                                                তারিখ: ১৪ মার্চ ২০২৩

                                                                      প্রজ্ঞাপন 

হিজরী ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের জন্য নিম্নরূপ অফিস সময়সূচী নির্ধারণ করা হলো:


ক) রবিবার থেকে বৃহস্পতিবার:

সকাল ৯ ঘটিকা হতে বেলা ৩ ঘটিকা পর্যন্ত 

(বেলা ১:১৫  ঘটিকা হতে ১:৩০ ঘটিকা  পর্যন্ত যোহরের নামাজের বিরতি সহ)

খ) শুক্রবার ও শনিবার:

সাপ্তাহিক ছুটি

২। ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কল কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরী) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন বিধি অনুযায়ী অফিস সময়সূচী নির্ধারণ অনুসরণ করবে।

০৩)  বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সকল কোর্টের অফিস সময়সূচী বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। 


স্বাক্ষরিত          


রাষ্ট্রপতির আদেশক্রমে 

মো: মশিউর রহমান তালুকদার 

উপসচিব 

ফোন: ৯৫১ ৪৪৯২ 

ই-মেইলঃ reg4.mopa.gov.bd



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.