ad

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৩/০৩/২০২৩)

Views

 ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৩/০৩/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd 
`

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৬.৫৬.০০১.১৬(অংশ-১).৫২৪
                                                                                                                                   তারিখ: ১৩/৩/২০২৩ 
বিষয়ে: ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সংক্রান্ত। 



উপর্যুক্ত বিষয়ের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

ক) ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীত শিক্ষক সহায়িকা (Teacher's  Guide) এবং শিক্ষাক্রমে নির্দেশনা অনুসারে সম্পাদন করতে হবে;

খ) ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোন পরীক্ষা/মডেল টেস্ট গ্রহণ করা যাবে না;

গ) ষষ্ঠ সপ্তম শ্রেণি শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইড লাইন পাওয়া যাবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে;

ঘ) নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান,  উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক উপ-পরিচালক এবং আঞ্চলিক পরিচালকগণকে নিয়মিত পরিবীক্ষণ জোরদার করতে হবে;

ঙ) নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট ও সচেতন থাকতে হবে। এ বিষয়ে কোন রকমের ব্যত্যয়  ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ দায়ী থাকবেন। 

স্বাক্ষরিত              

 প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন
 পরিচালক (মাধ্যমিক) 
ফোন: ৪১০৫০ ২৮৫। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.