২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন নির্দেশনা প্রেরণ প্রসঙ্গে প্রাগম এর চিঠি (০৩/০১/২৩)। Pragam's letter (03/01/23) regarding the sending of instructions for the implementation of the 2-year pre-primary education program.
২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন নির্দেশনা প্রেরণ প্রসঙ্গে প্রাগম এর চিঠি (০৩/০১/২৩)।Pragam's letter (03/01/23) regarding the sending of instructions for the implementation of the 2-year pre-primary education program.
সারমর্মঃ
১) প্রতিটি নির্বাচিত প্রাথমিক বিদ্যালয় ২০২৩ সালে ২ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণি শুরু করতে হবে। ২ ঘন্টার প্রাক প্রাথমিক শ্রেণি পরিচালনার জন্য একটি আলাদা শ্রেণিকক্ষ নির্ধারন করতে হবে। প্রথমে ৪+বয়সী শিশুদের জন্য ২ ঘন্টার শ্রেণি কার্যকেওম পরিচালনার পর ৫+ বয়সী শিশুদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।
২) প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ২ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেনী পরিচালনা করবেন। তিনি ২ বছর মেয়াদী ৪+ ও ৫+ প্রাক প্রাথমিক শ্রেণি পরিচালনা শেষে বিদ্যালয়ের অন্য শ্রেনীতে পাঠদান করবেন।
৩) ৪+ বয়সী প্রাক-প্রাথমিক শ্রেণি ৩০ জন শিশু নিয়ে পরিচালিত হবে।
৪) ৪+ ও ৫+ শ্রেণির জন্য পৃথক হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ করতে হবে। ৪+ বয়সী শিশুদের জন্য পৃথক আঁকিবুঁকি খাতা ও শিক্ষক সহায়িকা প্রেরণ করা হবে।
Summary: 1) Every selected primary school should start 2-year pre-primary class in 2023. A separate classroom should be allotted for conducting 2 hours pre-primary class. First conduct a 2-hour class activity for 4+ age children followed by 5+ age group activity. 2) Trained teachers in pre-primary education will conduct pre-primary classes of 2 years duration. After conducting 4+ and 5+ pre-primary classes for 2 years, he will teach in other classes of the school. 3) Pre-primary class aged 4+ will be conducted with 30 children. 4) Separate attendance book should be maintained for class 4+ and 5+. Children aged 4+ will be sent separate worksheets and teacher's guides.
No comments
Your opinion here...