ad

ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো পুনর্নির্ধারণ

Views

 


ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো পুনর্নির্ধার

 গ্রাহক পর্যায়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমলো

নিজস্ব প্রতিবেদক:
গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন—এই চার ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনটি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

📜 প্রজ্ঞাপনের বিস্তারিত

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুসরণ করে পূর্বঘোষিত মূল্য কাঠামো সমন্বয় করা হয়েছে। এ সিদ্ধান্ত ২০২৫ সালের ২১ আগস্ট ঘোষিত জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত ও আমদানিকৃত জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোকে নতুন নির্ধারিত মূল্যে সরবরাহ করা হবে।

⛽ নতুন খুচরা মূল্য (ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে)

ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে—

  1. ডিজেল: ১০২ টাকা

  2. কেরোসিন: ১১৪ টাকা

  3. অকটেন: ১২২ টাকা

  4. পেট্রোল: ১১৮ টাকা

প্রতিটি পণ্যের ক্ষেত্রেই আগের দামের তুলনায় লিটারে ২ টাকা কমানো হয়েছে

🚚 পরিবহন ভাড়া অপরিবর্তিত

ডিপো থেকে ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে সড়কপথে ট্যাংকলরীযোগে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে ভাড়া ২৬ সেপ্টেম্বর ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

📅 কার্যকারিতা

সংশোধিত এই নতুন মূল্য কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত।

📉 সাধারণ মানুষের স্বস্তি

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম কমায় পরিবহন ব্যয় কিছুটা কমতে পারে, যা পরোক্ষভাবে নিত্যপণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

🫱গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন প্রতিটি লিটারে দুই টাকা করে কমানো হয়েছে।

রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

অপারেশন-১ শাখা

প্রজ্ঞাপন

তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫

নম্বর-২৮.০০.০০০০.০০০.০২৬.০৭.০০০১.২৫.১০৩। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৯ মে ২০২৫ তারিখে প্রকাশিত 'জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)'-এর আলোকে গত ২১ আগস্ট ২০২৫ তারিখের নম্বর-২৮.০০.০০০০.০০০.০২৬.০৭.০০০১.২৫.৫৮ প্রজ্ঞাপনমূলে ঘোষিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো এতদ্বারা নিম্নবর্ণিতভাবে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হইল।

২। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং সরাসরি আমদানি/ ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল তেল বিপণন কোম্পানিসমূহের নিকট নিম্নবর্ণিত মূল্যে সরবরাহ করিবে

সংযোজনী-ক

পেট্রোলিয়াম পণ্যের বিস্তারিত মূল্য কাঠামো

মূল্য কাঠামোঃ ভোক্তাপর্যায়ে খুচরা মূল্য

(ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর)

ডিজেলঃ ১০২.০০

কেরোসিনঃ ১১৪.০০

অকটেনঃ ১২২.০০

পেট্রোলঃ ১১৮.০০

৩। ডিপোর প্রথম ৪০ কি.মি. এর অতিরিক্ত দূরত্বের ক্ষেত্রে সড়কপথে ট্যাংকলরীযোগে জ্বালানি তেল পরিবহণের ভাড়া এ বিভাগের গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখের নম্বর ২৮.০০.০০০০. ০২৬.৯৯.০০১.২২.৭১ প্রজ্ঞাপনমূলে নির্ধারিত হইবে।

৪। সংশোধিত এই মূল্য কাঠামো ০১-০১-২০২৬ তারিখ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন উপসচিব।


.



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.