জাতীয় সঞ্চয় স্কীমের মুনাফার হার পুনঃনির্ধারণ: ২০২৬ সালের জানুয়ারি-জুনে নতুন হার কার্যকর
জাতীয় সঞ্চয় স্কীমের মুনাফার হার পুনঃনির্ধারণ: ২০২৬ সালের জানুয়ারি-জুনে নতুন হার কার্যকর
ঢাকা:
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য নতুন বছরের শুরুতেই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত বিভিন্ন জাতীয় সঞ্চয় স্কীমের মুনাফার হার পুনঃনির্ধারণ করা হয়েছে, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য কার্যকর হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে দুই ধাপে—৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নে এবং ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। এই নতুন হার ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।
৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার
৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা মেয়াদভিত্তিক ক্রমবর্ধমান হারে মুনাফা পাবেন।
৭.৫০ লক্ষ টাকা বা এর কম বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে মুনাফা হবে ৮.৭৬%, যা পঞ্চম বছর শেষে বেড়ে দাঁড়াবে ১০.৪৪%।
অন্যদিকে ৭.৫০ লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রথম বছর শেষে মুনাফা ৮.৭৪% এবং পঞ্চম বছর শেষে ১০.৪১% নির্ধারণ করা হয়েছে।
৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
এই স্কীমে প্রথম বছর শেষে সর্বোচ্চ ৯.৫৪%, দ্বিতীয় বছর শেষে ১০.০০% এবং তৃতীয় বছর শেষে ১০.৪৮% পর্যন্ত মুনাফা পাওয়া যাবে (৭.৫০ লক্ষ টাকা বা এর নিম্নে বিনিয়োগে)। বেশি বিনিয়োগে হার কিছুটা কম প্রযোজ্য হবে।
পেনশনার ও পরিবার সঞ্চয়পত্র
পেনশনার সঞ্চয়পত্রে পঞ্চম বছর শেষে সর্বোচ্চ ১০.৫৯% এবং পরিবার সঞ্চয়পত্রে ১০.৫৪% পর্যন্ত মুনাফা নির্ধারণ করা হয়েছে (৭.৫০ লক্ষ টাকা বা এর কম বিনিয়োগে)। বেশি বিনিয়োগে উভয় ক্ষেত্রেই পঞ্চম বছর শেষে মুনাফা হবে ১০.৪১%।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট ও ডাকঘর সঞ্চয় ব্যাংক
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ১, ২ ও ৩ বছর মেয়াদে সর্বোচ্চ ১০.৪৮% পর্যন্ত মুনাফা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ৬ মাস থেকে ৬০ মাস পর্যন্ত মেয়াদি ডিপোজিটে বিনিয়োগের অংক অনুযায়ী মুনাফা ৬.৫৩% থেকে ১২.০০% পর্যন্ত হবে।
ডলার বন্ডে মুনাফা অপরিবর্তিত
প্রজ্ঞাপনে জানানো হয়,
ইউএস ডলার প্রিমিয়াম বন্ড,
ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড,
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড,
ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব
এই চারটি স্কীমের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
মেয়াদপূর্তির আগে নগদায়নের ক্ষেত্রে বছরভিত্তিক নির্ধারিত হারে মুনাফা দেওয়া হবে।
পূর্ববর্তী সব বিনিয়োগসহ মোট (ক্রমপুঞ্জিভূত) বিনিয়োগের পরিমাণ বিবেচনায় নিয়ে মুনাফার হার নির্ধারণ হবে।
১ জানুয়ারি ২০২৬-এর আগে ইস্যুকৃত সঞ্চয়পত্রে ইস্যুকালীন হারই প্রযোজ্য থাকবে।
তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে নতুন হারে মুনাফা কার্যকর হবে।
ছয় মাস পর মুনাফার হার পুনরায় পর্যালোচনা করা হবে, তবে বিদ্যমান বিনিয়োগকারীরা ইস্যুকালীন হারেই পূর্ণ মেয়াদে মুনাফা পাবেন।
জনস্বার্থে জারি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. মোবারক হোসেন, রাষ্ট্রপতির আদেশক্রমে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
সঞ্চয় শাখা
www.ird.gov.bd
নম্বর: ০৮.০০.০০০০.০০০.০৪১.২২.০০০৬.২০.১৮৩
তারিখ: ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
প্রজ্ঞাপন
জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত 'জাতীয় সঞ্চয় স্কীম'সমূহের 'জানুয়ারি-জুন', ২০২৬ সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণিসীমার ভিত্তিতে দুই ধাপে (৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নে এবং ৭.৫০ লক্ষ টাকার উর্ধ্বে নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হইলো:
ক্রমপুঞ্জিভূত বিনিয়োগ এর পরিমাণঃ
'জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ১) ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
পুনঃনির্ধারিত মুনাফার হার (%)
মেয়াদঃ ১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৮.৭৬
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৮.৭৪
২য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.১৫
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.১২
৩য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫৫
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫৩
৪র্থ বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৯৮
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৯৬
৫ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪৪
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪১
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ২) ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
মেয়াদঃ ১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫৪
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫০
২য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.০০
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৯৫
৩য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪৮
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪৩
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৩) পেনশনার সঞ্চয়পত্র
মেয়াদঃ ১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৮.৮৭
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৮.৭৪
২য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.২৬
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.১২
৩য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৬৮
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫৩
৪র্থ বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.১২
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৯৬
৫ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৫৯
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪১
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৪) পরিবার সঞ্চয়পত্র
মেয়াদঃ ১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৮.৮৩
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৮.৭৪
২য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.২৩
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.১২
৩য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৬৪
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫৩
৪র্থ বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.০৮
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৯৬
৫ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৫৪
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪১
ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৫) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
মেয়াদঃ ১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫৪
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৫০
২য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.০০
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ৯.৯৫
৩য় বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪৮
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রেঃ ১০.৪৩
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৬) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
৭.৫০
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৭) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
ক্রমপুঞ্জিভূত বিনিয়োগ এর পরিমাণঃ
৬-মাস পর, কিন্তু ১২ মাসের পূর্বে ঃ ১৫,০০,০০০ টাকা পর্যন্তঃ ৮.৭০
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্তঃ ৭.৯৮
৩০,০০,০০১ টাকা হতে ৫০.০০.০০০ টাকা পর্যন্তঃ ৭.২৫
৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব ঃ ৬.৫৩
১২-মাস পর, কিন্তু ১৮ মাসের পূর্বে ঃ ১৫,০০,০০০ টাকা পর্যন্তঃ ৯.৪৫
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্তঃ ৮.৬৬
৩০,০০,০০১ টাকা হতে ৫০.০০.০০০ টাকা পর্যন্তঃ ৭.৮৮
৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব ঃ ৭.০৯
১৮-মাস পর, কিন্তু ২৪ মাসের পূর্বেঃ ১৫,০০,০০০ টাকা পর্যন্তঃ ১০.২০
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্তঃ ৯.৩৫
৩০,০০,০০১ টাকা হতে ৫০.০০.০০০ টাকা পর্যন্তঃ ৮.৫০
৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব ঃ ৭.৬৫
২৪-মাস পর, কিন্তু ৬০ মাসের পূর্বেঃ ১৫,০০,০০০ টাকা পর্যন্তঃ ১১.২০
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্তঃ ১০.২৭
৩০,০০,০০১ টাকা হতে ৫০.০০.০০০ টাকা পর্যন্তঃ ৯.৩৩
৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব ঃ ৮.৪০
মেয়াদান্তেঃ ১৫,০০,০০০ টাকা পর্যন্তঃ ১২.০০
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্তঃ ১১.০০
৩০,০০,০০১ টাকা হতে ৫০.০০.০০০ টাকা পর্যন্তঃ ১০.০০
৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব ঃ ৯.০০
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৮) ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড
ইউএস ডলার (US$) ১,০০,০০০/-(একলক্ষ) পর্যন্তঃ
১ম বছরান্তেঃ ৬.৫০
২য় বছরান্তেঃ ৭.০০
৩য় বছরান্তেঃ ৭.৫০
ইউএস ডলার (US$) ১,০০,০০১/- (একলক্ষ এক) হতে ৫,০০,০০০/- (পাঁচলক্ষ) পর্যন্তঃ
১ম বছরান্তেঃ৫.০০
২য় বছরান্তেঃ ৫.৫০
৩য় বছরান্তেঃ ৬.০০
ইউএস ডলার (US$) ৫,০০,০০১/-(পাঁচলক্ষ এক) হতে তদূর্ধ্বঃ
১ম বছরান্তেঃ ৪.০০
২য় বছরান্তেঃ ৪.৫০
৩য় বছরান্তেঃ .৫.০০
জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৯) ইউ এস ডলার ইনভেস্টমেন্ট বন্ড
ইউএস ডলার (US$) ১,০০,০০০/-(একলক্ষ) পর্যন্তঃ
১ম বছরান্তেঃ ৫.৫০
২য় বছরান্তেঃ ৬.০০
৩য় বছরান্তেঃ ৬.৫০
ইউএস ডলার (US$) ১,০০,০০১/- (একলক্ষ এক) হতে ৫,০০,০০০/- (পাঁচলক্ষ) পর্যন্তঃ
১ম বছরান্তেঃ ৪.০০
২য় বছরান্তেঃ ৪.৫০
৩য় বছরান্তেঃ ৫.০০
ইউএস ডলার (US$) ৫,০০,০০১/-(পাঁচলক্ষ এক) হতে তদূর্ধ্বঃ
১ম বছরান্তেঃ ৩.০০
২য় বছরান্তেঃ ৩.৫০
৩য় বছরান্তেঃ .৪.০০
০২। মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লিখিত ছকে বর্ণিত বছরভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হইবে;
০৩। পূর্বের বিনিয়োগের পরিমাণসহ ক্রমপুঞ্জিভূত বিনিয়োগ (এক বা একাধিক স্কীমে মোট বিনিয়োগের সমষ্টি) বিবেচনাপূর্বক উভয় ধাপে (৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নে এবং ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে) বিনিয়োগসীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে;
০৪। এ আদেশ ০১ জানুয়ারি, ২০২৬ তারিখ হইতে কার্যকর হইবে। ০১ জানুয়ারি, ২০২৬ তারিখের পূর্বে ইস্যুকৃত সকল 'জাতীয় সঞ্চয় স্কীম' এর ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে, ইস্যুকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হইবে। তবে, পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে।
০৫। এ আদেশ জারি হওয়ার ০৬ (ছয়) মাস পর জাতীয় সঞ্চয় স্কীম-এ বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হইবে; তবে বিনিয়োগকারী, ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার, বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হইবেন; অর্থাৎ যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হইয়াছিলো, সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হইবেন;
০৬। 'জাতীয় সঞ্চয় স্কীম' এর আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব-এ ৪টি স্কীমের মুনাফা হার অপরিবর্তিত রাখা হয়েছে;
০৭। জনস্বার্থে এ আদেশ জারি করা হইলো।
স্বাক্ষরিত
রাষ্ট্রপতির আদেশক্রমে,
মো: মোবারক হোসেন
সহকারী সচিব





No comments
Your opinion here...