সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ, মোট ছুটি ৬৪ দিন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ, মোট ছুটি ৬৪ দিন
ঢাকা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ খ্রিস্টাব্দ (১৪৩২–১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সর্বমোট ৬৪ দিন ছুটি থাকবে।
মিরপুর-২, ঢাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই ছুটির তালিকায় ধর্মীয়, জাতীয় ও সামাজিক দিবসসহ গ্রীষ্মকালীন ও শীতকালীন অবকাশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
ধর্মীয় ও জাতীয় ছুটি
ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে শব-ই-মিরাজ, শব-ই-বরাত, ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, আশুরা, ঈদে মিলাদুন্নবী (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, শ্যামাপূজা, বড়দিনসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে বিদ্যালয় বন্ধ থাকবে।
এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ ছুটি ও অবকাশ
সবচেয়ে দীর্ঘ ছুটি নির্ধারিত হয়েছে রমজান, ঈদ-উল-ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন।
এছাড়া পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন এবং শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের ছুটি থাকবে।
মূল্যায়ন ও পরীক্ষা সূচি
ডিপিই প্রকাশিত তথ্যে জানানো হয়েছে—
১ম প্রান্তিক মূল্যায়ন: ৫ মে থেকে ১৫ মে ২০২৬
২য় প্রান্তিক মূল্যায়ন: ১৭ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৬
৩য় প্রান্তিক মূল্যায়ন: ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬
এছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর ২০২৬ এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর ২০২৬।
বিশেষ নির্দেশনা
চাঁদ দেখার উপর নির্ভরশীল ছুটিসমূহ পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া প্রধান শিক্ষকের জন্য সংরক্ষিত ২ দিনের ছুটি উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদন সাপেক্ষে ভোগ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এই ছুটির তালিকা আগামী শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকর হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www..dpe.gov.bd
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬ খ্রিস্টাব্দ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ)
১) পর্বের নামঃ শব-ই-মিরাজ তারিখঃ ১৭ জানুয়ারি বারঃ শনিবার দিন সংখ্যাঃ 00
২) পর্বের নামঃ শ্রী শ্রী সরস্বতী পূজা তারিখঃ ২৩ জানুয়ারি বারঃ শুক্রবার দিন সংখ্যাঃ 00
৩) পর্বের নামঃ মাঘী পূর্ণিমা তারিখঃ ০১ ফেব্রুয়ারি বারঃ রবিবার দিন সংখ্যাঃ ০১
৪) পর্বের নামঃ শব-ই-বরাত তারিখঃ ০৪ ফেব্রুয়ারি বারঃ বুধবার দিন সংখ্যাঃ ০১
৫) পর্বের নামঃ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত তারিখঃ ১৫ ফেব্রুয়ারি বারঃ রবিবার দিন সংখ্যাঃ ০১
৬) পর্বের নামঃ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত তারিখঃ ২১ ফেব্রুয়ারি বারঃ শনিবার দিন সংখ্যাঃ ০০
৭) পর্বের নামঃ শুভ দোলযাত্রা তারিখঃ ০৩ মার্চ বারঃ মঙ্গলবার দিন সংখ্যাঃ ০১
৮) পর্বের নামঃ পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা ঈদ-উল-ফিতর তারিখঃ ০৮ মার্চ- ২৬ মার্চ বারঃ রবিবার- বৃহস্পতিবার দিন সংখ্যাঃ ১৯
৯) পর্বের নামঃ ইস্টার সানডে তারিখঃ ৫ এপ্রিল বারঃ রবিবার দিন সংখ্যাঃ ০১
১০) পর্বের নামঃ বৈসাবি উৎসব তারিখঃ ১২ এপ্রিল বারঃ রবিবার দিন সংখ্যাঃ ০১
১১) পর্বের নামঃ চৈত্র সংক্রান্তি তারিখঃ ১৩ এপ্রিল বারঃ সোমবার দিন সংখ্যাঃ ০১
১২) পর্বের নামঃ বাংলা নববর্ষ তারিখঃ ১৪ এপ্রিল বারঃ মঙ্গলবার দিন সংখ্যাঃ ০১
১৩) পর্বের নামঃ মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) তারিখঃ ০১ মে বারঃ শুক্রবার দিন সংখ্যাঃ ০০
১৪) পর্বের নামঃপবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ তারিখঃ ২৪ মে-০৪ জুন বারঃ রবিবার- বৃহঃস্পতিবার দিন সংখ্যাঃ ১২
১৫) পর্বের নামঃ পবিত্র আশুরা (মহররম) তারিখঃ ২৬ জুন বারঃ শুক্রবার দিন সংখ্যাঃ ০০
১৬) পর্বের নামঃ আষাঢ়ী পূর্ণিমা তারিখঃ ২৯ জুলাই বারঃ বুধবার দিন সংখ্যাঃ ০১
১৭) পর্বের নামঃ **জুলাই গণঅভ্যুত্থান দিবস তারিখঃ ০৫ আগষ্ট বারঃ বুধবার দিন সংখ্যাঃ ০১
১৮) পর্বের নামঃ আখেরি চাহার সোম্বা তারিখঃ ১২ আগষ্ট বারঃ বুধবার দিন সংখ্যাঃ ০১
১৯) পর্বের নামঃ ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) তারিখঃ ২৬ আগষ্ট বারঃ বুধবার দিন সংখ্যাঃ ০১
২০) পর্বের নামঃ শুভ জন্মাষ্টমী তারিখঃ ০৪ সেপ্টেম্বর বারঃ শুক্রবার দিন সংখ্যাঃ ০০
২১) পর্বের নামঃ ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখঃ ২৪ সেপ্টেম্বর বারঃ বৃহঃস্পতিবার দিন সংখ্যাঃ ০১
২২) পর্বের নামঃ মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) তারিখঃ ২৬ সেপ্টেম্বর বারঃ শনিবার দিন সংখ্যাঃ ০০
২৩) পর্বের নামঃ শুভ মহালয়া তারিখঃ ১০ অক্টোবর বারঃ শনিবার দিন সংখ্যাঃ ০০
২৪) পর্বের নামঃ দুর্গাপূজা (অষ্টমী, নবমী ও বিজয়া দশমী) তারিখঃ ১৮ অক্টোবর-২২ অক্টোবর বারঃ রবিবার-বৃহঃস্পতিবার দিন সংখ্যাঃ ০৫
২৫) পর্বের নামঃ শ্রীশ্রী লক্ষী পূজা ও প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) তারিখঃ ২৫ অক্টোবর বারঃ রবিবার দিন সংখ্যাঃ ০১
২৬) পর্বের নামঃ শ্রীশ্রী শ্যামা পূজা তারিখঃ ০৮ নভেম্বর বারঃ রবিবার দিন সংখ্যাঃ ০১
২৬) পর্বের নামঃ বিজয় দিবস তারিখঃ ১৬ ডিসেম্বর বারঃ বুধবার দিন সংখ্যাঃ ০১
২৭) পর্বের নামঃ শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) তারিখঃ ২০ ডিসেম্বর-২৯ ডিসেম্বর বারঃরবিবার- মঙ্গলবার দিন সংখ্যাঃ ১০
২৮) প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি দিন সংখ্যাঃ ০২
সর্বমোট ছুটি= ৬৪
* ১ম প্রান্তিক মূল্যায়ন: ০৫ মে- ১৫ মে ২০২৬
* ২য় প্রান্তিক মূল্যায়ন: ১৭ আগস্ট- ২৮ আগস্ট ২০২৬
* ৩য় প্রান্তিক মূল্যায়ন: ০১ ডিসেম্বর- ১০ ডিসেম্বর ২০২৬
* চাঁদ দেখার উপর নির্ভরশীল।
*প্রাথমিক বৃত্তি পরীক্ষা: ২০ ২৩ ডিসেম্বর ২০২৬
*বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৬
* জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে।
* প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।
স্বাক্ষরিত
আবু নূর মো: শামসুজ্জামান (৬৫৩৫)
মহাপরিচালক
রওশন আরা পলি
উপসচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার




No comments
Your opinion here...