ad

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা পেছাল, নতুন তারিখ ৯ জানুয়ারি

Views


সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা পেছাল, নতুন তারিখ ৯ জানুয়ারি

ঢাকা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫”-এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করায় সরকার আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই রাষ্ট্রীয় শোক কর্মসূচির কারণে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি চলাকালে সব ধরনের আনন্দঘন ও নিয়োগসংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি পূর্বনির্ধারিত ২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত না হয়ে ৯ জানুয়ারি ২০২৬ তারিখে একই সময় ও পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার সময়, প্রশ্নের ধরন, কেন্দ্র বা অন্যান্য নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার্থীদের নতুন তারিখ অনুযায়ী প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) ও যুগ্মসচিব এ. কে. মোহম্মদ সামছুল আহসান

প্রার্থীদের সর্বশেষ তথ্য ও পরবর্তী নির্দেশনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০,১৪৩.১১.০১০.২৫-২৮৭

তারিখ: ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫" এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮,০০,০০০,০০০,০০৮.১১.০০০২.২৫.৫৫৭, তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে আগামী বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ হতে শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

২। বর্ণিতাবস্থায়, রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচী থাকার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫" এর লিখিত পরীক্ষা আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ (শুক্রবার) নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

স্বাক্ষরিত

(এ.কে. মোহম্মদ সামছুল আহসান) 

যুগ্মসচিব 

পরিচালক (পলিসি ও অপারেশন)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.