ad

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের TWTMS সফটওয়্যার পাইলটিং ১০ ডিসেম্বর থেকে শুরু

Views



 সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের TWTMS সফটওয়্যার পাইলটিং ১০ ডিসেম্বর থেকে শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে তৈরি করা হয়েছে Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যার। ট্রাস্টের বার্ষিক চাঁদা আদায়, শিক্ষকদের চিকিৎসা সহায়তা প্রদান, উচ্চশিক্ষার বৃত্তি ব্যবস্থাপনা এবং অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।

এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চিঠিতে জানানো হয় যে, TWTMS–এর কার্যকারিতা পরীক্ষার জন্য সফটওয়্যারটির পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে ১০ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে পাইলটিং এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বাৎসরিক চাঁদা সফটওয়্যারের মাধ্যমে প্রদান করবেন

পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে নিম্নোক্ত উপজেলা ও জেলাগুলোতে:

  • উপজেলা: মিঠাপুকুর | জেলা: রংপুর

  • উপজেলা: সদর | জেলা: চাঁপাইনবাবগঞ্জ

  • উপজেলা: ধনবাড়ী | জেলা: টাংগাইল

  • উপজেলা: মিরপুর | জেলা: ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট মনে করছে, পাইলটিং সফলভাবে সম্পন্ন হলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ধাপে ধাপে এই সফটওয়্যারের আওতায় আসবেন। এতে চাঁদা প্রদান, সহায়তা প্রাপ্তি, বৃত্তি ব্যবস্থাপনা এবং তথ্য সংরক্ষণ আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

চিঠিতে স্বাক্ষর করেন আলেয়া ফেরদৌসী শিখা, সদস্য সচিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট এবং উপপরিচালক (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ শিক্ষক কল্যাণ কার্যক্রমকে ডিজিটালাইজেশনের নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট 

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

তারিখঃ ২২ অগ্রহায়ণ ১৪৩২ ০৭ ডিসেম্বর ২০২৫

স্মারক নং-স/প্রা/বি/ক/ট্রাস্ট-২০২৫-১০০১

বিষয়: Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়‍্যার এর পাইলটিং প্রসঙ্গে।

উপরোক্ত বিষয়ের আলোকে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা আদায়, শিক্ষকদের চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা এবং উচ্চশিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়‍্যারটি তৈরী করা হয়েছে। উক্ত সফটওয়‍্যারটির কার্যক্রম পরীক্ষার জন্য পাইলটিং এর সিদ্ধান্ত গৃহীত হয়। সে আলোকে নিম্নে উল্লেখিত উপজেলা সমূহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাৎসরিক চাঁদা সফটওয়‍্যারের মাধ্যমে প্রদানের নিমিত্ত আগামী ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পাইলটিং কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

উপজেলা/থানাঃ মিঠাপুকুর

জেলাঃ রংপুর

উপজেলা/থানাঃ সদর

জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ

উপজেলা/থানাঃ ধনবাড়ী

জেলাঃ টাংগাইল

উপজেলা/থানাঃ মিরপুর

জেলাঃ ঢাকা

স্বাক্ষরিত

আলেয়া ফেরদৌসী শিখা

সদস্য সচিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট

উপপরিচালক (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.