সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা — ০৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে পরীক্ষা
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা — ০৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে পরীক্ষা
বিস্তারিত সংবাদ প্রতিবেদন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের “সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে।
বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (০৫ ডিসেম্বর ২০২৫) তারিখে বিপিএসসি সচিবালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়—২০২৫ সালের ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৫২৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন।
পরীক্ষার তারিখ ও সময়
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে—
📅 ০৭ জানুয়ারি ২০২৬, বুধবার
⏰ দুপুর ১২:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত
পরীক্ষার কেন্দ্র
১) আগারগাঁও তালতলা সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ও কলেজ
রেজিস্ট্রেশন নম্বর পরিসর: 000085–709575
-
পরীক্ষার্থীর সংখ্যা: ১২৫০ জন
২) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাল্টিপারপাস হল
আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
রেজিস্ট্রেশন নম্বর পরিসর: 709594–808957
-
পরীক্ষার্থীর সংখ্যা: ২৭৮ জন
প্রার্থীতা বাতিল সংক্রান্ত তথ্য
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়—
৮২ জন প্রার্থীর আবেদনপত্র (BPSC Form-5A) জমা না দেওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে।
-
৩ জন ছাড়পত্র জমা না দেওয়ায় তাদের প্রার্থীতা বাতিল।
-
১ জন বিলম্বে কাগজপত্র জমা দেওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রবেশপত্র
প্রার্থীদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
-
হারিয়ে গেলে bpsc.gov.bd বা bpsc.teletalk.com.bd থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।
-
প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না।
পরীক্ষা চলাকালীন নির্দেশনা
পরীক্ষার ১৫ মিনিট আগে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
-
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কেউ প্রবেশ করতে পারবে না।
-
প্রথম ২ ঘণ্টায় কেউ পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবে না।
-
রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখা, ভুল বৃত্ত পূরণ, কাটাকাটি, ফ্লুইড ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে।
পরীক্ষার বিষয় ও নম্বর বিভাজন
বাংলা – ৫০
-
ইংরেজি – ৫০
-
সাধারণ জ্ঞান – ৪০
-
গণিত – ৬০
প্রার্থীকে ৪টি বিষয়ের জন্য ৪টি আলাদা উত্তরপত্র দেওয়া হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর দিলে তা বাতিল হবে।
নিষিদ্ধ সামগ্রী
পরীক্ষাকেন্দ্রে আনা যাবে না—
মোবাইল ফোন
-
ঘড়ি সদৃশ ডিভাইস
-
ব্যাংক/ক্রেডিট কার্ড
-
ইলেকট্রনিক ডিভাইস
-
ব্যাগ, মানিব্যাগ, অলংকার
-
সায়েন্টিফিক ক্যালকুলেটর
শুধু সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
অন্যান্য নির্দেশনা
পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে।
-
হাজিরা ও উত্তরপত্রে একই ধরনের স্বাক্ষর দিতে হবে।
-
প্রতিবন্ধী প্রার্থীরা ২০ ডিসেম্বরের মধ্যে শ্রুতিলেখকের জন্য আবেদন করতে পারবেন।
-
অসাধু পন্থায় জড়িত পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-
নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তে গুরুতর ঘাটতি পাওয়া গেলে যেকোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন—
দিলাওয়েজ দুরদানা
পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়
আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
www.bpsc.gov.bd
তারিখ : ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ০৫ ডিসেম্বর ২০২৫
নম্বর : ৮০.০০.০০০০.১১১.১১.০০৫.২৩ (অংশ-৪/২৫)-১০০
বিজ্ঞপ্তি
বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পুরণযোগ্য "সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার" (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের "সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার" (১০ম গ্রেড) পদে ১২.০৯.২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যোগ্য ১৫২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিম্নোক্ত কেন্দ্রে বর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:
১) পদের নাম, গ্রেড, দপ্তর, বিজ্ঞপ্তির তারিখ ও নম্বর
"সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার" (১০ম গ্রেড)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তির তারিখ:
২৭.০৬.২০২৪
ক্রমিক নম্বর-৪০
২) পরীক্ষার তারিখ ও সময়
০৭ জানুয়ারি ২০২৬ বুধবার দুপুর-১২:০০ টা হতে বিকাল-৪:০০ টা পর্যন্ত
৩) পরীক্ষার কেন্দ্র
আগারগাঁও তালতলা সরকারী কলোনী উচ্চ বিদ্যালয় ও কলেজ
রেজিস্ট্রেশন নম্বরঃ 000085-709575
প্রার্থীর সংখ্যাঃ ১২৫০ জন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের মাল্টিপারপাস হল, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
রেজিস্ট্রেশন নম্বরঃ 709594-808957
প্রার্থীর সংখ্যাঃ ২৭৮ জন
বিশেষ দ্রষ্টব্যঃ
১) ৮২ জনের প্রার্থীতা BPSC Form-5A ও প্রাসঙ্গিক কাগজপত্রের হার্ডকপি জমা না দেওয়ার কারণে বাতিল হয়েছে।
২) ০৩ জনের প্রার্থীতা ছাড়পত্র জমা না দেওয়ার কারণে বাতিল হয়েছে।
৩) ০১ জনের প্রার্থীতা বিলম্বে জমা দেওয়ার কারণে বাতিল হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষা সম্পর্কিত নির্দেশাবলি:
০১. প্রার্থীগণ স্ব স্ব প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি: এর (http://bpsc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না;
০২. পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ২ (দুই) ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না;
০৩. প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার করলে তার উত্তরপত্র বাতিল হবে;
০৪. প্রার্থীগণকে বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত-৬০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
০৫. প্রার্থীকে একই সাথে ৪টি বিষয়ের জন্য ৪ টি উত্তরপত্র প্রদান করা হবে। বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে। উত্তরপত্রে বিষয় কোড ভুল লিখলে বা পূরণ করলে বা এক বিষয়ের উত্তরপত্রে অন্য বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে;
০৬. পরীক্ষার্থীকে কালো কালির বল পয়েন্ট কলম সাথে আনতে হবে। পরীক্ষা কেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মোবাইল ফোন, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড সদৃশ্য বস্তু, অলংকারাদি বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ কানের উপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তাকে বহিস্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
০৭. সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না;
০৮. হাজিরা তালিকা, উত্তরপত্র এবং অন্যান্য কাগজপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর একই রকম হওয়া বাঞ্ছনীয়;
০৯. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের ২০.১২.২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে শ্রুতিলেখকের জন্য পরিচালক, ইউনিট-১১, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনান্তে কর্ম কমিশন হতে শ্রুতিলেখক মনোনয়ন দেওয়া হবে;
১০. পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার অসাধু পন্থা অবলম্বন এবং অশোভন আচরণের অভিযোগ সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যে-কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করে। পরীক্ষা শেষ হওয়ার পর পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষার্থীগণ নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকগণ বিষয়ভিত্তিক উত্তরপত্র গণনা করে বুঝে নেয়ার পর পরীক্ষার্থীগণ কক্ষ ত্যাগ করবেন;
১১. কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে-কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
স্বাক্ষরিত
দিলাওয়েজ দুরদানা
পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার)




No comments
Your opinion here...