ad

মাধ্যমিক ও স্কুল-কলেজ সংযুক্ত ২৭৬৭ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য দ্রুত IPEMIS-এ দেওয়ার নির্দেশ

Views


মাধ্যমিক ও স্কুল-কলেজ সংযুক্ত ২৭৬৭ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য দ্রুত IPEMIS-এ দেওয়ার নির্দেশ

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE)
ঢাকা

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস)–২০২৫ প্রতিবেদন তৈরির জন্য প্রাথমিক স্তরের তথ্য দ্রুত অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অধিদপ্তর থেকে প্রকাশিত স্মারক নং— ৩৭.০২.০০০০.১০৬.৫৬.০০১.২৫-১৯০০ অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়।

সূত্র হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ০২ ডিসেম্বর ২০২৫ তারিখের সংশ্লিষ্ট স্মারক উল্লেখ করা হয়েছে।

এপিএসএস–২০২৪ প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল-এন্ড-কলেজ সংযুক্ত প্রাথমিক স্তরের মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৭৬৭টি। এসব প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক স্তরের ছাত্র–ছাত্রী পড়ালেখা করছে, যা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সূচক নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫ সালের তথ্য সংগ্রহ কার্যক্রম ০৬ নভেম্বর ২০২৫ থেকে চলমান থাকলেও, অনেক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত IPEMIS সফটওয়্যারের এপিএসএস মডিউলে তথ্য প্রদান করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, https://www.ipemis.dpe.gov.bd অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সকল প্রতিষ্ঠানের প্রাথমিক সংক্রান্ত তথ্য দ্রুততম সময়ে পাঠানো জরুরি। তথ্য প্রদান ব্যতীত এপিএসএস–২০২৫ প্রতিবেদন সঠিকভাবে প্রস্তুত করা সম্ভব হবে না।

এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম. জিয়াউল হায়দার হেনরী। প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি ভিত্তিতে তথ্য প্রদান নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

তারিখঃ ২৪. অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০৯ ডিসেম্বর ২০২৫খ্রি.

স্মারক নম্বরঃ ৩৭.০২.০০০০.১০৬.৫৬.০০১.২৫-১৯০০

বিষয়: মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ সংযুক্ত প্রাথমিক স্তর এর তথ্য প্রদান।

সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর এর স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১.০৩.১১৩.২৫-৬৫১; তারিখঃ ০২.১২.২০২৫খ্রি.

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস)-২০২৫ প্রতিবেদন প্রণয়নের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম ০৬ নভেম্বর ২০২৫ থেকে চলমান রয়েছে। এপিএসএস-২০২৪ প্রতিবেদন অনুসারে মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ২৭৬৭ টি রয়েছে। উক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক শিক্ষা পর্যায়ের ছাত্র-ছাত্রী রয়েছে। উক্ত তথ্য প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভিন্ন সূচক নির্ণয়ে অপরিহার্য। সুতরাং বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস)-২০২৫ এ সকল প্রতিষ্ঠানের তথ্য IPEMIS সফটওয়ারে মাধ্যমে এপিএসএস মডিউলে এন্ট্রি করা প্রয়োজন। বিশ্লেষণে দেখা যায় যে এসকল অনেক প্রতিষ্ঠান থেকে এখনও তথ্য এন্ট্রি হয়নি।

বর্ণিতাবস্থায়, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস) ২০২৫ এর তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক সংক্রান্ত তথ্যাদি অনলাইন ডাটা কালেকশন প্লাটফর্মের (https://www.ipemis.dpe.gov.bd) মাধ্যমে দ্রুততম সময়ে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(এস. এম জিয়াউল হায়দার হেনরী) 

সহকারী পরিচালক (মাধ্যমিক-১)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.