ad

সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

Views

  


সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

২০২৫ সালের ৮ ডিসেম্বর জারি করা স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-৪).২১৪৬ অনুযায়ী জানানো হয় যে, পূর্বে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে ভর্তি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর

উক্ত নির্দেশনায় জানানো হয়েছে, কেন্দ্রীয় ডিজিটাল লটারি অনুষ্ঠান আগামী ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা, অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এ।

দেশের সকল সরকারি-বেসরকারি মহানগরী, জেলা সদর এবং উপজেলা সদরের মাধ্যমিক বিদ্যালয়সমূহ এই কেন্দ্রীয় লটারির আওতাভুক্ত থাকবে।

ফলাফল ডাউনলোড ও পরবর্তী করণীয়

ডিজিটাল লটারি শেষ হওয়ার পর—

  1. শিক্ষার্থী/অভিভাবক/প্রতিষ্ঠান প্রধান
    https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে
    নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

  2. ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানকে ফলাফল সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে।

ভর্তির চূড়ান্ত ধাপ

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে—

  1. ভর্তি কমিটির সভা আহ্বান করে

  2. সরকারি বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে

  3. শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোঃ ইউনুছ ফারুকী স্বাক্ষরিত এই নির্দেশনায় বিষয়টি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপসংহার

২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা, সমতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল লটারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে শিক্ষা প্রশাসন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

তারিখ: ০৮/১২/২০২৫ খ্রি.

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭,৩১.৩৩৩.২০২১ (অংশ-৪).২১৪৬

বিষয়: সারাদেশের সকল সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত।

সূত্র: ১। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭,০০,০০০০.০৭১.২২.১৪৬.২৪.৩৪৫; তারিখ: ২০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২। মাউশি'র স্মারক নং-৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-৪),৬৩; তারিখ: ১৪/১১/২০২৫ খ্রি.

৩। মাউশি'র স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৩৩৩.২০২১ (অংশ-৪),৬৪; তারিখ: ১৪/১১/২০২৫ খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রসমূহের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত সিদ্ধান্তের আলোকে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ের (কেন্দ্রীয় ডিজিটাল লটারির অন্তর্ভুক্ত) ডিজিটাল লটারি অনুষ্ঠান ১১/১২/২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd লিংক থেকে তাঁদের নির্ধারিত আই.ডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফলাফল প্রাপ্তির সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-কে অবহিত করবেন। উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহবান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন।

বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

স্বাক্ষরিত

(মো: ইউনুছ ফারুকী)

উপপরিচালক (মাধ্যমিক)

সদস্য সচিব

ঢাকা মহানগরী ভর্তি কমিটি



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.