সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাতিল: ১১–১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাতিল: ১১–১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫
সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চলমান ছুটি বাতিল করে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ৯ ডিসেম্বর জারি করা নথি (নং: ৩৮,০০,০০০০.০০৭.০৮.০০২.২০২১-৮২৩) অনুযায়ী, যে সকল প্রাথমিক বিদ্যালয়ে এখনো ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ শেষ হয়নি, সেসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে পরীক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এ সময়ের মধ্যে শুক্রবার ও শনিবার বাদে মোট ৩ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০০১.২৩.২৯৪৬; তারিখ ০৮/১২/২০২৫ অনুসারে স্কুলগুলোর একাডেমিক কাজ সঠিক সময়ে সম্পন্ন করা এবং মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের ছুটি বাতিল হয়ে গেলেও পরীক্ষাটি সম্পন্ন করতে স্কুলগুলো এখন প্রস্তুতি নিচ্ছে। শিক্ষকরা মনে করছেন, বছরের শেষভাগে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থীদের একাডেমিক চাপ কমবে এবং পরবর্তী শিক্ষাবর্ষের প্রস্তুতি সহজ হবে।
অভিভাবকরাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং সন্তানের মূল্যায়নে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সরকার আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হলে প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
www.mopme.gov.bd
তারিখ: ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
নং: ৩৮,০০,০০০০.০০৭.০৮.০০২.২০২১-৮২৩
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিলপূর্বক ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সমাপ্তকরণ।
সূত্র:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-
৩৮.০১.০০০০,৪০০,৯৯,০০১.২৩.২৯৪৬; তারিখ: ০৮/১২/২০২৫খ্রিঃ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন করার স্বার্থে যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্ভব হয়নি, সে সকল প্রাথমিক বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতীত ০৩ দিন) ছুটি বাতিলপূর্বক পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(রওশন আরা পলি)
উপসচিব।



No comments
Your opinion here...