ad

প্রবাসী ও সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি, পোস্টাল ভোটের সময় বাড়ল

Views



প্রবাসী ও সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি, পোস্টাল ভোটের সময় বাড়ল

👉পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে (OCV ও ICPV) ভোট প্রদানের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটাররা।

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক সিদ্ধান্তে এ সময়সীমা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

🔹 কেন সময় বাড়ানো হলো

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নির্ধারিত সময়সীমা থাকলেও কারিগরি ত্রুটি ও অতিরিক্ত নিবন্ধন অনুরোধের কারণে নির্ধারিত সময়ে বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

ফলে প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পোলিং পার্সোনেল এবং প্রবাসী ভোটার নিবন্ধনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

🔹 কারা এই সুযোগ পাবেন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, OCV ও ICPV এর আওতাধীন—

  1. বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার

  2. দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী

  3. নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী

এই সকল ভোটার Postal Vote BD অ্যাপের মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

🔹 এখন পর্যন্ত নিবন্ধনের চিত্র

নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত Postal Vote BD অ্যাপের মাধ্যমে মোট
👉 ৬,৭৯,১৮৬ জন ভোটার সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

🔹 প্রচারের নির্দেশনা

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তৃপক্ষকে বর্ধিত সময়সীমার বিষয়টি যথাযথভাবে প্রচার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে কোনো যোগ্য ভোটার নিবন্ধনের সুযোগ থেকে বাদ না পড়েন।

এ সিদ্ধান্তের ফলে প্রবাসী ও কর্মরত সরকারি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট প্রদানের সুযোগ আরও সহজ ও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়

নম্বর-১৭,০০,০০০০,০৩৪.৩৬.০০৩.২৫ (অংশ-৪)-৪৩৪

তারিখ: ৯ পৌষ ১৪৩২ ২৪ ডিসেম্বর ২০২৫

বিষয়: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে (OCV ICPV) ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি সংক্রান্ত।

সূত্রঃ নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর- ১৭,০০,০০০০.০৩৪.৩৬.০০৮.২৫ (অংশ-১)-৩৪২, তারিখ: ১৮ নভেম্বর ২০২৫

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত স্মারকের পত্রের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গণভোট ও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভোটার এবং দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদেরকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সময় ধার্য করা হয়েছিল।

০২। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৭ অনুসারে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনি হেফাজতে আটক ব্যক্তি এবং প্রবাসী ভোটারগণের জন্য তফসিল ঘোষণার দিন হতে ১৫ দিনের মধ্যে আবেদনের বিধান রয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তির পর যথাশীঘ্র সম্ভব রেজিস্ট্রেশনের বিধান রয়েছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে নিরবচ্ছিন্নভাবে ১৫ দিন রেজিস্ট্রেশন চলমান রাখা সম্ভব হয়নি। এছাড়া, বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন এর রিকোয়েস্ট আসলেও তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হয়নি। সে বিবেচনায় এ রেজিস্ট্রেশন চলমান রাখা প্রয়োজন। অন্যথায়, প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মচারি, পোলিং পার্সোনেলসহ প্রবাসী ভোটারগণ রেজিস্ট্রেশনের সুযোগ থেকে বঞ্চিত হবে। এমতাবস্থায়, মাননীয় নির্বাচন কমিশন OCV ও ICPV এর আওতাধীন সকল ভোটারকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন এর সুযোগ প্রদানের সিদ্ধান্ত প্রদান করেছেন।

০৩। বর্ণিতাবস্থায়, মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে OCV ও ICPV এর আওতাধীন সকল ভোটারকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন এর সুযোগ প্রদানের বিষয়টি যথাযথভাবে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(মোহাম্মদ মনির হোসেন)

 উপসচিব

নির্বাচন পরিচালনা-০২ অধিশাখা

বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়

জনসংযোগ অধিশাখা

নং- ১৭,০০,০০০০.০৪০,০৩৬,০০৩,২৫-

তারিখ: ৯ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদবিজ্ঞপ্তি

পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫:

বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, Postal Vote BD অ্যাপে ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৬ লক্ষ ৭৯ হাজার ১৮৬ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

স্বাক্ষরিত

মোঃ রুহুল আমিন মল্লিক 

পরিচালক (জনসংযোগ)







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.