উপবৃত্তির নামে প্রতারণা: ওটিপি ও পাসওয়ার্ড চাওয়ার বিষয়ে দেশজুড়ে সতর্কতা জারি করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
উপবৃত্তির নামে প্রতারণা: ওটিপি ও পাসওয়ার্ড চাওয়ার বিষয়ে দেশজুড়ে সতর্কতা জারি করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সংবাদ প্রতিবেদন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নাম ব্যবহার করে উপবৃত্তি কার্যক্রমের সঙ্গে জড়িত মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজারদের কাছ থেকে ওটিপি (OTP), ইউজার আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক ও হ্যাকার চক্র—এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে সতর্কতা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্র নিজেদের কখনো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কখনো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আবার কখনো আইবাস++-এর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে মাঠপর্যায়ের উপবৃত্তি সফটওয়্যারের ইউজারদের কাছ থেকে সংবেদনশীল তথ্য চাইছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে—
উপবৃত্তি সংক্রান্ত কোনো কাজের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিংবা আইবাস++ কর্তৃপক্ষ কখনোই কোনো ইউজারের কাছ থেকে ওটিপি, ইউজার আইডি বা পাসওয়ার্ড চায় না এবং এর কোনো প্রয়োজনও নেই।
অধিদপ্তর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বিদ্যালয়, ক্লাস্টার ও উপজেলা পর্যায়ের ইউজারদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে—
কোনো অবস্থাতেই ওটিপি, ইউজার আইডি বা পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করা যাবে না। যদি ভুলক্রমে কেউ এই তথ্য শেয়ার করে ফেলেন, তাহলে দ্রুত পাসওয়ার্ড রিসেট বা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, যেসব নম্বর থেকে ফোন করে হুমকি বা ধমকি দিয়ে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে, সেসব নম্বরের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সেই অভিযোগের কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে ই-মেইলের মাধ্যমে (dirpesd.dpe@gmail.com) অবহিত করার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপবৃত্তি কার্যক্রমকে নিরাপদ ও স্বচ্ছ রাখতে সকল ইউজারের সচেতনতা অত্যন্ত জরুরি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সতর্কবার্তা মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি উপবৃত্তি কার্যক্রমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক: ৩৮.০১.০০০০.১৯৩,১৪,০১১(২).২০২১-৪০২০
তারিখ: ৮ই পৌষ ১৪৩২ ২৩ ডিসেম্বর ২০২৫
বিষয়: প্রতারক/হ্যাকার কর্তৃক উপবৃত্তি কার্যক্রমের ইউজারগণের ওটিপি (OTP)/ইউজার আইডি/পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার বিষয়ে সতর্ক থাকা সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/আইবাস++ এর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন নম্বর থেকে মাঠ পর্যায়ের উপবৃত্তি সফটওয়্যারের ইউজারগণের (বিদ্যালয়/ক্লাস্টার/উপজেলা) কাছ থেকে প্রতারক চক্র/হ্যাকার গ্রুপ ওটিপি (OTP)/ইউজার আইডি/পাসওয়ার্ড চাচ্ছে মর্মে মাঠ পর্যায় থেকে জানা যায়। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/আইবাস++ থেকে উপবৃত্তি সংক্রান্ত কাজের জন্য কখনোই মাঠ পর্যায়ের কোনো ইউজারের ওটিপি (OTP)/ইউজার আইডি/পাসওয়ার্ড চাওয়া হয়না এবং এমনকি প্রয়োজনও নাই।
০২। এ ব্যাপারে সতর্ক থাকাসহ কোনোক্রমেই সংশ্লিষ্ট ইউজারগণের ওটিপি (OTP)/ইউজার আইডি/পাসওয়ার্ড অন্য কাউকে জানানো কিংবা শেয়ার না করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। তবে ভুলক্রমে ওটিপি (OTP)/ইউজার আইডি/পাসওয়ার্ড কারো সাথে শেয়ার/প্রদান করে থাকলে সাথে সাথেই নতুন করে পাসওয়ার্ড রিসেট/পরিবর্তন করতে হবে।
০৩। প্রতারক চক্র/হ্যাকার গ্রুপ যেসকল নম্বর থেকে ফোন করে ওটিপি (OTP)/ইউজার আইডি/পাসওয়ার্ড চাচ্ছে এবং হমকি/ধমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ দায়ের/সাধারণ ডায়েরিভুক্ত করে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ (dirpesd.dpe@gmail.com)-কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
নিখিল চন্দ্র হালদার
উপপরিচালক (উপবৃত্তি)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments
Your opinion here...