নিজ এলাকায় না থেকেও ভোট দেওয়ার সুযোগ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
নিজ এলাকায় না থেকেও ভোট দেওয়ার সুযোগ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
ডেস্ক রিপোর্ট | ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক স্মারক অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোট দেওয়ার সুযোগ পাবেন—
নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক ও বেসামরিক),
নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী,
প্রবাসী বাংলাদেশি ভোটার,
এবং আইনগত হেফাজতে থাকা ভোটারগণ।
‘Postal Vote BD’ অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
চিঠিতে জানানো হয়, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য সংশ্লিষ্ট ভোটারদের অবশ্যই আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ‘Postal Vote BD’ নামক মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাওয়া যাবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল দপ্তর/সংস্থায় কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারী নিজ এলাকার বাইরে কর্মরত রয়েছেন, তাদের দ্রুত পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উদ্বুদ্ধকরণে বিশেষ গুরুত্ব
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহকে শুধু রেজিস্ট্রেশন সম্পন্ন নয়, বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সৃষ্টি করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও বলা হয়েছে।
গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে নতুন উদ্যোগ
সংশ্লিষ্টরা মনে করছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের এই উদ্যোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক অংশগ্রহণ আরও বিস্তৃত ও কার্যকর করবে। বিশেষ করে যারা কর্মস্থলের কারণে নিজ ভোটার এলাকায় উপস্থিত থাকতে পারেন না, তাদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ০৯ পৌষ ১৪৩২ ২৪ ডিসেম্বর ২০২৫
স্মারক নং ৩৮.০১.০০০০.১০৭,৩১,০৫১.১৮-২৭০২স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-২ অধিশাখা
www.mopme.gov.bd
তারিখ: ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং-০৪.০০.০০০০.০০০.৪১৬.৫৩.০০০১.২৫.৮৩৬; তারিখঃ ২১ ডিসেম্বর ২০২৫।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণের নিমত্ত যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে অনুরোধ করা হয়েছে।
০২। এমতাবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর/সংস্থায় নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সকল সংযুক্তিসমূহ:
(১) মন্ত্রিপরিষদ বিভাগের পত্র ও সংযুক্তি
মোঃ শামছুল আরিফ উপসচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
সাধারণ অধিশাখা
www.cabinet.gov.bd
স্মারক নম্বর: ০৪,০০,০০০০,০০০,৪১৬.৫৩.০০০১.২৫.৮৩৬
তারিখঃ ৬ পৌষ ১৪৩২ ২১ ডিসেম্বর ২০২৫
বিষয়: নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ।
সূত্র: নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের ১৭,০০,০০০০.০০৯.৭৩.০১৪.২৫-৫৬৪ সংখ্যক আধা-সরকারি পত্র।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশী ভোটার ও দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক/বেসামরিক), নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনী হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য উল্লিখিত ভোটারগণকে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে 'Postal Vote BD' মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২। এমতাবস্থায়, নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে 'Postal Vote BD' অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও উদ্বুদ্ধকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
তানিয়া আফরোজ
উপসচিব






No comments
Your opinion here...