ad

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মাসিক কল্যাণ অনুদান সফটওয়্যারে API Link চালু

Views

 


বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মাসিক কল্যাণ অনুদান সফটওয়্যারে API Link চালু

ঢাকা: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মাসিক কল্যাণ অনুদান ব্যবস্থাপনায় ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল করতে সোনালী ব্যাংকের ‘অনলাইন ডিডিপি পেমেন্ট সফটওয়্যার’-এর সঙ্গে API Link-এর লাইভ কার্যক্রম চালু করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে এই API Link কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি) ও সোনালী ব্যাংকের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বোর্ডের ৫৪তম সমন্বয় সভায়। এর ফলে কল্যাণ অনুদান, যৌথবীমা অনুদান এবং দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, কল্যাণ অনুদান প্রদানের ক্ষেত্রে পূর্বের আদেশনামা কার্ডের পরিবর্তে বর্তমানে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ‘Welfare Grants Order’ জারি করা হচ্ছে। এই আদেশের ভিত্তিতে ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে সারাদেশে সেবাগ্রহীতাদের ব্যাংক হিসাবে অনুদানের অর্থ প্রেরণ করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সফটওয়্যার হতে অনুমোদিত Welfare Grants Order-এর যাবতীয় তথ্য API Link-এর মাধ্যমে সরাসরি সোনালী ব্যাংকে পাঠাতে হবে। এ ক্ষেত্রে কোনো হার্ডকপি আদেশনামা পাঠানোর প্রয়োজন হবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সেবাগ্রহীতাগণ Welfare Grants Order প্রাপ্তির পর সংশ্লিষ্ট সোনালী ব্যাংক শাখায় উপস্থিত হয়ে প্রথম দফার ‘লাইফ ভেরিফিকেশন’ সম্পন্ন করবেন। লাইফ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ তিন কার্যদিবসের মধ্যে ব্যাংক অনুদানের অর্থ (বকেয়াসহ) অনলাইন ট্রান্সফারের মাধ্যমে সেবাগ্রহীতার ব্যাংক হিসাবে প্রেরণ করবে।

এছাড়া সেবাগ্রহীতাদের সর্বশেষ উপস্থিতির ১০ মাস পর ১১তম মাসে পুনরায় সংশ্লিষ্ট ব্যাংক শাখায় উপস্থিত হয়ে লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ে লাইফ ভেরিফিকেশন না হলে অনুদান প্রদান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

API Link-এর লাইভ কার্যক্রম চলাকালে সোনালী ব্যাংকের নিকট কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ফেরত পাঠানো হবে। বোর্ড প্রয়োজনীয় সংশোধন শেষে পুনরায় সংশ্লিষ্ট তথ্য ব্যাংকে প্রেরণ করবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ কার্ড প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সোনালী ব্যাংক থেকে বোর্ডের সংশ্লিষ্ট কার্যালয়ে ফেরত পাঠাতে হবে। পাশাপাশি, প্রতি মাসে বোর্ডের কার্যালয় ও সোনালী ব্যাংকের মধ্যে কল্যাণ অনুদানের রিকনসাইল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পুরাতন সফটওয়্যারের মাধ্যমে পূর্বে অনুমোদিত কল্যাণ অনুদানের কার্ড বা জিও সংক্রান্ত তথ্য আগের নিয়মেই সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় পাঠানো হবে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত একটি আইডি ব্যবহার করে এসব তথ্য ‘অনলাইন ডিডিপি পেমেন্ট সফটওয়্যার’-এ ম্যানুয়ালি এন্ট্রি করে হালনাগাদ করা হবে।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্টদের মতে, API Link চালুর ফলে কল্যাণ অনুদান বিতরণে সময় সাশ্রয় হবে, জটিলতা কমবে এবং সেবাগ্রহীতারা আরও দ্রুত ও নির্ভুলভাবে অনুদানের অর্থ পেতে সক্ষম হবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

 জনপ্রশাসন মন্ত্রণালয়

 ১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১তলা) 

সেগুনবাগিচা, ঢাকা।

(www.bkkb.gov.bd)

নম্বর ০৫.৮১,০০০০,০০৫,৪১,০০৭,২৪,২০১

তারিখ: ২৫ অগ্রহায়ন ১৪৩২ ১০ ডিসেম্বর ২০২৫

বিষয়: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মাসিক কল্যাণ অনুদান সফটওয়্যারে API Link চালুকরণ সংক্রান্ত নির্দেশনা।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে প্রদেয় কল্যাণ অনুদান, যৌথবীমা অনুদান ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান এর নতুন সিস্টেম (https://welfare.bkkb.gov.bd/) ২০ এপ্রিল ২০২৫ থেকে চালু করা হয়েছে। উল্লেখ্য, কল্যাণ অনুদান প্রদানের আদেশনামা কার্ডের পরিবর্তে সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে তথ্যসম্বলিত আদেশ (Welfare Grants Order) জারিপূর্বক সোনালী ব্যাংকের মাধ্যমে সারাদেশে ১ ডিসেম্বর ২০২৪ থেকে সেবাগ্রহীতাগণকে অনুদানের অর্থ প্রেরণ করা হচ্ছে এবং সফটওয়্যার দু'টির মধ্যে API Link এর মাধ্যমে আন্ত:সংযোগ স্থাপন করা হয়েছে। এ বিষয়ে বোর্ডের ২০/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত ৫৪তম সমন্বয় সভায় API Link এর লাইভ কার্যক্রম ০১/১২/২০২৫ থেকে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

০২। উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মাসিক কল্যাণ অনুদানের সফটওয়্যার ও সোনালী ব্যাংকের 'অনলাইন ডিডিপি পেমেন্ট সফটওয়্যার' এর মধ্যে API Link চালুকরণ বিষয়ে নিম্নরূপ নির্দেশনা জারি করা হলো:

১) কল্যাণ বোর্ডের সফটওয়্যার হতে কল্যাণ অনুদান এর অনুমোদিত Welfare Grants Order এর তথ্যাবলি ০১/১২/২০২৫ হতে বোর্ডের স্ব স্ব কার্যালয় থেকে API Link এর মাধ্যমে সোনালী ব্যাংকে প্রেরণ করতে হবে এবং কোন হার্ডকপি প্রেরণ করার প্রয়োজন নেই;

২) সেবাগ্রহীতাগণ Welfare Grant Order প্রাপ্তি সাপেক্ষে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হয়ে ১ম লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করবেন এবং ৩ কার্যদিবসের মধ্যে সেবাগ্রহীতার ব্যাংক হিসাবে মঞ্জুরিকৃত অর্থ (বকেয়াসহ) সোনালী ব্যাংক Online Transfer এর মাধ্যমে প্রেরণ করবে;

৩) সেবাগ্রহীতাগণের সর্বশেষ উপস্থিতির প্রতি ১০ মাস পর ১১তম মাসে সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হয়ে সেবাগ্রহীতাগণের "লাইফ ভেরিফিকেশন" সম্পন্ন করতে হবে অন্যথায় অনুদান প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে;

8) API Link এর লাইভ কার্যক্রম চালু হওয়ার পর সোনালী ব্যাংকের নিকট কোন ভুল/ত্রুটি গোচরিভূত হলে ব্যাংক তা কল্যাণ বোর্ডে ফেরত পাঠাবে এবং বোর্ড যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশোধন করে পুনরায় সোনালী ব্যাংকে প্রেরণ করবে;

৫) মেয়াদোত্তীর্ণ কার্ড প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সোনালী ব্যাংক থেকে বোর্ডের স্ব স্ব কার্যালয়ে ফেরত পাঠাতে হবে;

৬) বোর্ডের স্ব স্ব কার্যালয় সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয়ের সাথে প্রতি মাসে কল্যাণ অনুদানের রিকনসাইল কার্যক্রম সম্পন্ন করবে;

৭) বোর্ডের সকল কার্যালয় পুরাতন সফটওয়্যারের মাধ্যমে অনুমোদিত কল্যাণ অনুদানের কার্ড/জিও এর তথ্য পূর্বের নিয়মে সোনালী ব্যাংকের স্ব স্ব কর্পোরেট শাখায় প্রেরণ করবে এবং সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট আইডি থেকে 'অনলাইন ডিডিপি পেমেন্ট সফটওয়্যার' এ ম্যানুয়ালি এন্ট্রি করে আপডেট করবে।

০৩। জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত

(এ এস এম মুস্তাফিজুর রহমান) 

অতিরিক্ত মহাপরিচালক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.